বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Friday, 19 September 2025

ঈশপের গল্প সম্ভার

  এই পোস্টে নিয়ে আসব

ঈশপের গল্প সম্বলিত নানা বই


যারা নিষেধ সত্তেও নানা ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে আমাদের বই গুলো শেয়ার করছেন (বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে), তাদের অনুরোধ একটু কৃতজ্ঞতা তো রাখতে পারেন। একটা বই স্ক্যান করে এডিট করা কম সময়ের কাজ নয়। তার ওপর এখন অনেকেই আমাদের পিডিফ বা পিডিফ থেকে প্রিন্ট নিয়ে বিক্রি করতে শুরু করেছে। 

তাই অনুরোধ আপনাদের বন্ধুদের গ্রুপে যোগ করুন, বা নিজের ফেসবুক ওয়ালে এই নিয়ে পোষ্ট দিন, বা কার্যক্ষেত্রে যেমন যারা শিক্ষক, ছাত্রদের মধ্যে ক্লাসে খবর ছড়িয়ে দিন, যাতে সবাই সরাসরি গ্রুপ থেকে বই নিঃশুল্ক নিতে পারে, অসাধু লোকেদের সুবিধে না হয়।


প্রচ্ছদ চিত্র






Tuesday, 16 September 2025

স্কুল পাঠক্রমের দ্রুতপঠন বই

 গল্পের মাধ্যমে শিক্ষা প্রসার করার জন্য বেশ কিছু ছোট ছোট গল্পের বই দ্রুত পঠনের জন্য ব্যবহার হতো

তেমন কিছু বই এই পোস্টে নিয়ে আসার ইচ্ছে আছে


আজকের নিবেদন

ডাউনলোড - গল্প কথার দেশ

(মূল প্রচ্ছদ না পাওয়া যাওয়াতে এই প্রচ্ছদটি বানিয়ে দিয়েছেন শ্রদ্ধেয় স্নেহময় বিশ্বাস মহাশয়)