আমাদের কথা
বই স্ক্যান করা আর শেয়ার করাকে আমরা শুধু বিনি পয়সায় দামী দামী বই পাওয়ার উপায় হিসেবে দেখিনি কখনো। জানি অনেকেই সেভাবে দেখেন ও দেখান। সেরকম দৃষ্টিভঙ্গি যে একেবারেই খারাপ সেকথা যদিও আমরা বলি না। আর বিনি পয়সায় দামী দামী বই পেতেও খারাপও তো লাগে না। সেকথাও সত্যি। তবু, কোথাও যেন মনে হয় দুষ্প্রাপ্য ও আর-ছাপা-হয়-না / হবে-না - এরকম বইপত্র স্ক্যান করা ও শেয়ার করাটা বড্ড বেশি করে দরকার। হয়তো সবচেয়ে বেশি করে দরকার, সবার আগে দরকার। কারণ ব্যক্তিগত সংগ্রহ ছাড়া সে বইগুলোর অস্তিত্ব আজ আর কোথাও নেই। পোকা, উঁই, ঘুন, রোদ জল বৃষ্টি আর কালের নিজস্ব নিয়মেই ওগুলোর আয়ু ক্রমশ কমছে। অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছে।বইগুলো ৫-১০-২০ বছর পর কাগজওয়ালার হাতে কারখানায় মণ্ড হয়ে, জ্বালানি হয়ে বা জঞ্জালের ডাঁইয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।
স্ক্যান বলতে আমরা বুঝি এমন কোয়ালিটির কথা, যা সফট কপি হিসেবে একটা বইকে শুধুমাত্র কম্পিউটারে বা ল্যাপটপে / ট্যাবে বা কিন্ডলেতে পড়তে সাহায্য করবে না, আরো বেশি কিছু করবে। বেশি কিছু বলতে বলা হচ্ছে, আজ থেকে ১০০ / ১০০০ বছর পরেও কেউ যদি চায়, প্রিন্ট করে, সফট কপি থেকে প্রায় অবিকল আসল বইটিই উদ্ধার করতে পারবে। চাইলে বাণিজ্যিক ভাবে ছেপে হাজার হাজার মানুষের হাতে বইটিকে অবিকল তার নিজের রূপে ফিরিয়ে দিতে পারবে। নিজের রূপে মানে হয়তো যেভাবে স্ক্যান হয়েছিল শুধু সেই অবস্থাটা নয়, এডিটের মাধ্যমে, বইটি যেভাবে প্রিন্ট হয়েছিল তার যতটা কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব ততটা কাছাকাছি অবস্থায়। যাকে বলে মূলানুগত। এটা স্ক্যানারে ছাড়া সম্ভব নয়। ডিজিটাল ফটোগ্রাফি তে আর্কাইভিং সম্ভব। ক্যামেরায় ছবি তোলা বই ই-বুক হিসেবে অক্লেশে বা কায়ক্লেশে পড়াও হয়তো সম্ভব। কিন্তু প্রিন্টেবেল বইয়ের মতো করে প্রকাশযোগ্য অবস্থায় তৈরি রাখা, ক্যামেরায় সম্ভব নয়।
একাজে আমাদের সাহায্য প্রয়োজন। প্রয়োজন বন্ধুদের, যাদের পক্ষে ব্যক্তিগত সংগ্রহ থেকে এই সমস্ত বই কয়েক দিনের জন্যে আমাদের স্ক্যান করতে দেওয়া সম্ভব। প্রয়োজন একাধিক ভালো স্ক্যানার ও এডিটর বন্ধুদের, যাদের পক্ষে কলকাতার বা বাইরের বিভিন্ন জায়গা থেকে দায়িত্ব নিয়ে বইগুলো নিয়ে আসা ও স্ক্যানের পর অক্ষত অবস্থায় সুনিশ্চিতভাবে ফেরত দিয়ে আসা সম্ভব। স্ক্যান করা সফট কপি বইতে যারা নিজের বা সাইটের নাম খোদাই করে অমরত্বপ্রত্যাশী হবে না। এই বইগুলোকে সার্বজনীন করে তোলার জন্য কোনোরকম ওয়াটারমার্ক বা অন্য কোনো উপায়ে মূল ছাপা বইয়ের থেকে চ্যুত না হওয়ার চেষ্টা করব। সমস্ত রিলিজার বন্ধুদের কাছেও সেই আবেদন ও অনুরোধই রাখি।
বাংলা বইয়ের স্বর্ণখনি আমার সংগ্রহে আছে। যে বইগুলো আমার পছন্দ এবং ইতিমধ্যে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, সেগুলো নতুন করে স্ক্যান না করে পুরনোগুলো বা এডিট করে নতুন ভাবে দেবো। যেগুলো পাওয়া যাবেনা, সেগুলো স্ক্যান করে উপহার দেবো। নতুন বই আমি স্ক্যান করি না। তবে কিছু বই, যা ইন্টারনেটে খুবই সহজলভ্য, সেগুলো দিতে পারি। আমার উদ্দ্যেশ্য ব্যবসায়িক নয়। শুধুই বৃহত্তর পাঠকের কাছে বই পড়ার অভ্যেস ধরে রাখা। লেখকদের প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে আলাদা আলাদা পেজ বানিয়ে লেখক অনুযায়ী কালেকশন রাখতে চাই। আমার অগ্রণী বইয়ের সাইট সৃষ্টিকর্তাদের অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, যাদের বই আমি শেয়ার করব। ধন্যবাদ জানাচ্ছি অপ্টিমাস প্রাইম ও পি. ব্যান্ডস কে - যারা আমাকে এডিট করা নানা ভাবে শিখিয়েছেন। আমাদের আর একটি প্রয়াস পুরোনো বিস্মৃত পত্রিকা নতুন ভাবে ফিরিয়ে আনা। আগ্রহীরা দেখতে পারেন www.dhulokhela.blogspot.in সাইটটি।
আপনাদের কাছে যদি এমন কোনো বইয়ের কপি থাকে এবং তা শেয়ার করতে চান – যোগাযোগ করুন – subhajit819@gmail.com.
PDF বই কখনই মূল বইয়ের বিকল্প হতে পারে না। যদি এই বইটি আপনার ভালো লেগে থাকে, এবং বাজারে হার্ড কপি পাওয়া যায় - তাহলে যত দ্রুত সম্ভব মূল বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। হার্ড কপি হাতে নেওয়ার মজা, সুবিধে আমরা মানি। PDF করার উদ্দেশ্য বিরল যে কোন বই সংরক্ষণ এবং দূর দূরান্তের সকল পাঠকের কাছে পৌছে দেওয়া। মূল বই কিনুন। লেখক এবং প্রকাশকদের উৎসাহিত করুন।
There is no wealth
like knowledge
No poverty like ignorance
It will be interesting
ReplyDeleteApnader Pratibha Basur upor je lekha ti royeche tar author ar apnader website publisher er nam ta janaben please.ami oi ongsho ti anar university er term paper bibiliography dite chai.
ReplyDeleteপ্রতিভা বসুর ওপর লেখাটি নানা জায়গার তথ্য নিয়ে লিখেছেন সুজিত কুণ্ডু। ওয়েবসাইটের পাবলিশার ও উনি নিজেই।
ReplyDeleteDhonyobad. Reply korte deri hoe gelo ektu.apnader information amar vison kaje legeche.
Deleteআপনার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভালোবাসা রইল।
ReplyDeleteWish you a rapid progress with this great initiative.
ReplyDeleteআপনার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।
ReplyDelete