বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সন্তোষ কুমার ঘোষ

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সন্তোষ কুমার ঘোষ
জন্ম - ৯ই সেপ্টেম্বর, ১৯২০                                                        মৃত্যু - ২৬শে ফেব্রুয়ারী, ১৯৮৫
ফরিদপুর, বাংলাদেশ                                                                                      কলকাতা, ভারত


বাংলা সাহিত্যজগতে এক বিরল প্রজাতির স্বাতন্ত্র্যধর্মী ও শক্তিমান লেখক ছিলেন সন্তোষকুমার ঘোষ ।সন্তোষকুমার ঘোষ ছিলেন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক জীবনের রূপকার । সন্তোষকুমার ঘোষ 1920 সালে সেপ্টেম্বর মাসের 9 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর শহরের রাজবাড়ীতে ভুমিষ্ঠ হন । এই মাননীয় কথাসাহিত্যিকের পিতার নাম সুরেশচন্দ্র ঘোষ এবং মাতার নাম সরযুবালা দেবী । এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিক 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহন করেন । 

সাংবাদিক হিসাবে এই বরণীয় কথাসাহিত্যিক ছিলেন খুব সাহসী, পরিশ্রমী ও প্রায় কিংবদন্তি। এই সম্মাননীয় কথাসাহিত্যিক 1942 সালে "যুগান্তর" পত্রিকার সাব-এডিটর হিসাবে নিজের সাংবাদিক জীবনের সূচনা করেন এবং তিনি এরপরে বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্রিকায় সাংবাদিকতা করেন । 1958 সালে এই পূজনীয় কথাসাহিত্যিক "আনন্দবাজার পত্রিকা" - তে বার্তা-সম্পাদক হিসাবে যোগদান করে বাংলা ভাষায় সংবাদ পরিবেশনে নতুনত্ব আনয়ন করেন এবং তিনি সংবাদপত্রে সর্বপ্রথম কথ্যভাষার প্রবর্তন করেন । এই মহান কথাসাহিত্যিক "আনন্দবাজার পত্রিকা"- তে নিম্ন মধ্যবিত্ত ও পরিশ্রমী মানুষের জীবনযাপনের নানাবিধ সমস্যা নিয়ে রচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন এবং পরবর্তীকালে তিনি এই পত্রিকার সংযুক্ত সম্পাদক হয়েছিলেন । এই শক্তিমান কথাসাহিত্যিক অনেক সাংবাদিক গড়ে তুলেছিলেন । এই খ্যাতনামা কথাসাহিত্যিক সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তিনি কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যজীবনের সূচনা করেন । 

এই প্রতিভাধর কথাসাহিত্যিক ছিলেন সুনিপুণ ভাষাশিল্পী ও রবীন্দ্রানুরাগী । এই আদরণীয় কথাসাহিত্যিকের রচিত প্রথম উপন্যাস "কিনু গোয়ালার গলি " 1950 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি "দেশ" পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলে বাংলার পাঠকসমাজে প্রবল আলোড়নের সৃষ্টি হয় । "কিনু গোয়ালার গলি" উপন্যাসটির কাহিনীবিন্যাস ও আখ্যানবর্ণনের কৌশল পাঠকগণের চোখকে আকৃষ্ট করে । এই স্বনামধন্য কথাসাহিত্যিকের রচিত দ্বিতীয় উপন্যাস "নানা রঙের দিন" 1952 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি রচনার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে এক নতুন রচনা-রীতির প্রবর্তন করেন । এই বিদ্বান কথাসাহিত্যিকে রচিত তৃতীয় উপন্যাস মোমের পুতুল 1953 সালে প্রকাশিত হলে তার আখ্যানকৌশল আরো পরিনতি লাভ করে । উপরোক্ত তিনটি উপন্যাস ছাড়াও এই প্রথিতযশা কথাসাহিত্যিকের রচিত অন্যান্য উপন্যাসগুলি হল - মুখের রেখা (1959), জল দাও (1967), স্বয়ং নায়ক (1969), শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে (1971) প্রভৃতি এবং "শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে" হল তার আত্মজৈবনিক উপন্যাস । এই জনপ্রিয় কথাসাহিত্যিক শেষ উপন্যাস "শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে" রচনা করে 1972 সালে "সাহিত্য আকাদেমি" পুরস্কারে সম্মানিত হন এবং অনেকের মতে, এই উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । এই কীর্তিমান কথাসাহিত্যিক ছোটগল্প রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন । 1985 সালে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে বর্তমান ভারতবর্ষের কলকাতা শহরে এই মহামান্য কথাসাহিত্যিক কর্কটরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন । সাংবাদিক ও লেখক হিসাবে সমানভাবে সফল হওয়ার কারনে বাংলার পাঠকপ্রেমীগণের নিকটে চিরস্মরণীয় হয়ে থাকবেন সন্তোষকুমার ঘোষ ।

কৃতজ্ঞতা - Shining Subir.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment