বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
সন্তোষ কুমার ঘোষ
জন্ম - ৯ই সেপ্টেম্বর, ১৯২০ মৃত্যু - ২৬শে ফেব্রুয়ারী, ১৯৮৫
ফরিদপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
সন্তোষ কুমার ঘোষ
ফরিদপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
বাংলা সাহিত্যজগতে এক বিরল প্রজাতির স্বাতন্ত্র্যধর্মী ও শক্তিমান লেখক ছিলেন সন্তোষকুমার ঘোষ ।সন্তোষকুমার ঘোষ ছিলেন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক জীবনের রূপকার । সন্তোষকুমার ঘোষ 1920 সালে সেপ্টেম্বর মাসের 9 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর শহরের রাজবাড়ীতে ভুমিষ্ঠ হন । এই মাননীয় কথাসাহিত্যিকের পিতার নাম সুরেশচন্দ্র ঘোষ এবং মাতার নাম সরযুবালা দেবী । এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিক 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহন করেন ।
সাংবাদিক হিসাবে এই বরণীয় কথাসাহিত্যিক ছিলেন খুব সাহসী, পরিশ্রমী ও প্রায় কিংবদন্তি। এই সম্মাননীয় কথাসাহিত্যিক 1942 সালে "যুগান্তর" পত্রিকার সাব-এডিটর হিসাবে নিজের সাংবাদিক জীবনের সূচনা করেন এবং তিনি এরপরে বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্রিকায় সাংবাদিকতা করেন । 1958 সালে এই পূজনীয় কথাসাহিত্যিক "আনন্দবাজার পত্রিকা" - তে বার্তা-সম্পাদক হিসাবে যোগদান করে বাংলা ভাষায় সংবাদ পরিবেশনে নতুনত্ব আনয়ন করেন এবং তিনি সংবাদপত্রে সর্বপ্রথম কথ্যভাষার প্রবর্তন করেন । এই মহান কথাসাহিত্যিক "আনন্দবাজার পত্রিকা"- তে নিম্ন মধ্যবিত্ত ও পরিশ্রমী মানুষের জীবনযাপনের নানাবিধ সমস্যা নিয়ে রচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন এবং পরবর্তীকালে তিনি এই পত্রিকার সংযুক্ত সম্পাদক হয়েছিলেন । এই শক্তিমান কথাসাহিত্যিক অনেক সাংবাদিক গড়ে তুলেছিলেন । এই খ্যাতনামা কথাসাহিত্যিক সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তিনি কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যজীবনের সূচনা করেন ।
এই প্রতিভাধর কথাসাহিত্যিক ছিলেন সুনিপুণ ভাষাশিল্পী ও রবীন্দ্রানুরাগী । এই আদরণীয় কথাসাহিত্যিকের রচিত প্রথম উপন্যাস "কিনু গোয়ালার গলি " 1950 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি "দেশ" পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলে বাংলার পাঠকসমাজে প্রবল আলোড়নের সৃষ্টি হয় । "কিনু গোয়ালার গলি" উপন্যাসটির কাহিনীবিন্যাস ও আখ্যানবর্ণনের কৌশল পাঠকগণের চোখকে আকৃষ্ট করে । এই স্বনামধন্য কথাসাহিত্যিকের রচিত দ্বিতীয় উপন্যাস "নানা রঙের দিন" 1952 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি রচনার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে এক নতুন রচনা-রীতির প্রবর্তন করেন । এই বিদ্বান কথাসাহিত্যিকে রচিত তৃতীয় উপন্যাস মোমের পুতুল 1953 সালে প্রকাশিত হলে তার আখ্যানকৌশল আরো পরিনতি লাভ করে । উপরোক্ত তিনটি উপন্যাস ছাড়াও এই প্রথিতযশা কথাসাহিত্যিকের রচিত অন্যান্য উপন্যাসগুলি হল - মুখের রেখা (1959), জল দাও (1967), স্বয়ং নায়ক (1969), শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে (1971) প্রভৃতি এবং "শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে" হল তার আত্মজৈবনিক উপন্যাস । এই জনপ্রিয় কথাসাহিত্যিক শেষ উপন্যাস "শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে" রচনা করে 1972 সালে "সাহিত্য আকাদেমি" পুরস্কারে সম্মানিত হন এবং অনেকের মতে, এই উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । এই কীর্তিমান কথাসাহিত্যিক ছোটগল্প রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন । 1985 সালে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে বর্তমান ভারতবর্ষের কলকাতা শহরে এই মহামান্য কথাসাহিত্যিক কর্কটরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন । সাংবাদিক ও লেখক হিসাবে সমানভাবে সফল হওয়ার কারনে বাংলার পাঠকপ্রেমীগণের নিকটে চিরস্মরণীয় হয়ে থাকবেন সন্তোষকুমার ঘোষ ।
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment