বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
খগেন্দ্র নাথ মিত্র
জন্ম - ২রা জানুয়ারী, ১৮৯৬ মৃত্যু - ১২ই ফেব্রুয়ারী, ১৯৭৮
কলকাতা, ভারত কলকাতা, ভারত
খগেন্দ্র নাথ মিত্র
জন্ম - ২রা জানুয়ারী, ১৮৯৬ মৃত্যু - ১২ই ফেব্রুয়ারী, ১৯৭৮
কলকাতা, ভারত কলকাতা, ভারত
বাংলা শিশুসাহিত্যের ভিত্তি যে সকল লেখকের হাতে নির্মিত হয়েছিল , তাদের মধ্যে অন্যতম হলেন খগেন্দ্রনাথ মিত্র । শিশু ও কিশোরদের জন্য রচিত গ্রন্থ ছাড়াও অনেক বিখ্যাত গল্প- উপন্যাসের অনুবাদ , বড়োদের জন্য কিছু গ্রন্থ ও একাধিক পত্রিকা সম্পাদনা করেন খগেন্দ্রনাথ মিত্র এবং তার সম্পাদিত পত্রিকাগুলির মধ্যে --- "নতুন মানুষ ", "ছোটদের মহল", "বাঁশরী", "সপ্তডিঙ্গা", "মানিকমালা", "বার্ষিক শিশুসাথী" প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ।
খগেন্দ্রনাথ মিত্র 1896 সালে জানুয়ারি মাসের 2 তারিখে বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা শহরের মধ্যস্থিত নীলমণি মিত্র স্ট্রীটের বিখ্যাত মিত্র বংশে ভুমিষ্ঠ হন । এই মাননীয় শিশুসাহিত্যিকের পিতা শৈলেন্দ্রনাথ মিত্র শিলাইদহে ঠাকুর এস্টেটের মোক্তার ছিলেন । এই বিদ্বান শিশুসাহিত্যিক কলকাতা শহরে অবস্থিত এক প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাশিক্ষা আরম্ভ করেন । প্রাথমিক শিক্ষা সমাপ্ত হলে এই সম্মাননীয় শিশুসাহিত্যিক উচ্চশিক্ষার জন্য কুষ্টিয়ায় ( বর্তমানে বাংলাদেশে অবস্থিত ) বসবাসকারী প্রসিদ্ধ আইনজীবী পিতামহ ত্রৈলোক্যনাথ মিত্রের নিকটে গমন করেন এবং পিতামহের তত্ত্বাবধানে তিনি পুনরায় বিদ্যাশিক্ষা আরম্ভ করেন । এই শ্রদ্ধেয় শিশুসাহিত্যিক খেলাধূলা ও অভিনয়ে খুবই পারদর্শী ছিলেন এবং কুষ্টিয়ায় বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে তিনি কলকাতায় আগমন করে স্নাতক পাঠক্রম অধ্যয়নের জন্য সিটি কলেজে ভর্তি হন । যৌবনে এই বরণীয় শিশুসাহিত্যিক স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের দ্বারা স্বদেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসবাদী আন্দোলনে যোগদান করেন এবং পরে সিটি কলেজে পাঠরতা থাকাকালীন গান্ধীজীর অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করলে তার কলেজজীবনের সমাপ্তি ঘটে । এই পূজনীয় শিশুসাহিত্যিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিষ্ঠিত সরকারী স্বীকৃতিহীন জাতীয় বিদ্যালয় থেকে 1920 সালে পরীক্ষায় অংশগ্রহন করে স্নাতক হন এবং স্বদেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে দেশবিভাগের আগে পর্যন্ত তিনি জাতীয় আন্দোলনের প্রতিটি পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ও কারাবরণ করেন । পরবর্তীকালে এই মহান শিশুসাহিত্যিক বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হন এবং জীবিকার প্রয়োজনে প্রথমে রেলে চাকুরি ও পরে সাহিত্য-সাপ্তাহিক " বাঁশরী " পত্রিকায় যোগদান করেন ।
এই খ্যাতনামা শিশুসাহিত্যিক জীবিকার্জনের জন্য সাহিত্য রচনাকে পেশা হিসাবে গ্রহন করেন এবং তিনি " ভারতী " , " মহিলা " , " প্রবাসী " , " পঞ্চপুষ্প " প্রভৃতি পত্রপত্রিকায় নিয়মিত কলম রচনা করতে থাকেন । এই স্বনামধন্য শিশুসাহিত্যিক আর. এম. ব্যালেন্টাইনের রচিত বিখ্যাত গ্রন্থ " গোরিলা হান্টার " অবলম্বনে " আফ্রিকার জঙ্গলে " নামক একটি উপন্যাস রচনা করেন , এই উপন্যাসটি 1922-23 সালে প্রকাশিত হয় এবং তিনি শিশু ও কিশোরদের জন্য -- ভোম্বল সর্দার , বাগদি ডাকাত , পাতালপুরীর কাহিনী , অতীতের পৃথিবী , আবিষ্কারের কাহিনী , ঝিলে জঙ্গলে , রবীন্দ্র শিশুসাহিত্য পরিক্রমা প্রভৃতি শতাধিক গ্রন্থ রচনা করেন । " ভোম্বল সর্দার " গ্রন্থটি হিন্দী ও রুশ ভাষায় অনুদিত হয় ও পরবর্তীকালে গ্রন্থটি চলচ্চিত্রায়িত হয় । এই দেশপ্রিয় শিশুসাহিত্যিকের রচিত অনুবাদ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল -- এ টেল অব টু সিটিজ , আঙ্কল টমস কেবিন , গোর্কির মা , লাস্ট ডেজ অফ পম্পেই প্রভৃতি এবং বড়োদের জন্য রচিত গ্রন্থগুলির মধ্যে -- গড় জঙ্গলের কাহিনী , ঠাকুরদার বুনো গল্প , ডাকাতের ডুলি , গণেশচন্দ্রের অশুভ যাত্রা , সুন্দরবনের পথে প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । এই আদরণীয় শিশুসাহিত্যিকের রচিত " শতাব্দীর শিশুসাহিত্য ১৮১৮ -- ১৯৬০ " (1958 ) বাংলা সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন । এই প্রতিভাধর শিশুসাহিত্যিক বিভিন্ন বিষয়ের উপর প্রাঞ্জল ভাষায় অসংখ্য গ্রন্থ রচনা করেছেন । এই মহামান্য শিশুসাহিত্যিক তার অনন্য সাহিত্যকীর্তির জন্য " গিরীশ রৌপ্যপদক " , কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে " ভুবনেশ্বরী পদক " ও " মৌচাক সাহিত্য পুরস্কার " লাভ করেন । শিশুসাহিত্যে অসামান্য কৃতিত্ব প্রদর্শনের জন্য এই প্রথিতযশা শিশুসাহিত্যিক 1975 সালে " জাতীয় পুরস্কার "- এ সম্মানিত হন কিন্তু পুরস্কারের অর্থমূল্য কম হওয়ার জন্য তিনি প্রতিবাদস্বরূপ তা প্রত্যাখ্যান করেন । 1978 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে কলকাতায় এই জনপ্রিয় শিশুসাহিত্যিকের তিরোধান হয় । একাধিক মূল্যবান গ্রন্থ দিয়ে শিশুসাহিত্যকে সমৃদ্ধ করার জন্য বাংলা শিশুসাহিত্যের জগতে বিশেষ স্থান অধিকার করে আছেন খগেন্দ্রনাথ মিত্র ।
No comments:
Post a Comment