বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

অরুণ মিত্র

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

অরুণ মিত্র

জন্ম -  ২রা নভেম্বর, ১৯০৯                                                                   মৃত্যু - ২২শে আগস্ট, ২০০০
যশোহর, বাংলাদেশ                                                                                               কলকাতা, ভারত



রবীন্দ্রোত্তর বাংলা কাব্যজগতে অন্যতম বিশিষ্ট কবি এবং ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক হলেন অরুণ মিত্র । অরুণ মিত্র নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ভিক্টর হুগোর রচনার ইংরেজি অনুবাদ পড়ে ফরাসি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে ফরাসি ভাষা চর্চা করতে আরম্ভ করেন এবং তিনি ফরাসি ভাষায় সুপণ্ডিত হয়ে বহু ফরাসি কবি ও সাহিত্যিকের রচনা বাংলায় অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন । অরুণ মিত্র 1909 সালে নভেম্বর মাসের 2 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোহর শহরে ভুমিষ্ঠ হন । এই সম্মাননীয় কবির পিতার নাম হীরালাল মিত্র এবং মাতার নাম যামিনীবালা দেবী । 

এই বরেণ্য কবি শৈশবকাল পিত্রালয় ও মাতুলালয়ে অতিবাহিত করলেও অল্পবয়সে বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা শহরে আগমন করেন এবং এই শহরের মধ্যস্থিত বঙ্গবাসী স্কুলে ভর্তি হয়ে নিজের শিক্ষাজীবন আরম্ভ করেন । এই পূজনীয় কবি বঙ্গবাসী স্কুল থেকে 1926 সালে ম্যাট্রিক, 1928 সালে বঙ্গবাসী কলেজ থেকে আই. এসসি., 1930 সালে রিপন কলেজ ( বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে ডিস্টিংশন সহ বি. এ. পাঠক্রমে উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে এম. এ. পাঠক্রমে ভর্তি হন । সংসারে অর্থকষ্ট উপস্থিত হলে এই দায়বদ্ধ কবি ( কবি ছিলেন পিতামাতার প্রথম সন্তান) এম. এ. পাঠক্রম সমাপ্ত না করে 1931 সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকের পদে যোগদান করে নিজের কর্মজীবনের সূচনা করেন এবং 1942 সাল পর্যন্ত এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন । আনন্দবাজার পত্রিকা ত্যাগ করার পর এই মাননীয় কবি সত্যেন্দ্রনাথ মজুমদারের " অরণি " পত্রিকায় যোগদান করেন । মার্কসবাদী দর্শনে বিশ্বাসী এই প্রখ্যাত কবি ছিলেন ফ্যাসিবিরোধী লেখক-শিল্পী সংঘের অন্যতম সংগঠক । 1948 সালে এই শ্রদ্ধেয় কবি ফরাসি সরকারের আহ্বানে বৃত্তি গ্রহন করে গবেষণার্থে ফ্রান্সে গমন করেন এবং প্যারিসের " সরবন বিশ্ববিদ্যালয় " থেকে নিজের গবেষণাকার্যের স্বীকৃতিস্বরূপ 1951 সালে " ডক্টরেড " ডিগ্রী লাভ করেন । ফ্রান্স থেকে দেশে প্রত্যাবর্তন করে 1952 সালে এই আদরনীয় কবি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন এবং কুড়ি বছর এই পদে কর্মরত থেকে 1972 সালে তিনি এই পদ থেকে অবসর গ্রহন করে কলকাতায় প্রত্যাবর্তন করেন । এই স্বনামধন্য কবি কবিতা রচনা করে বাংলা সাহিত্যের প্রাঙ্গনে প্রবেশ করেন, স্কুলে ছাত্রাবস্থায় মাত্র ষোলো বছর বয়সে তার রচিত কবিতা " বেণু " পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীকালে তিনি কয়েকজন বন্ধুর সাথে মিলিত হয়ে স্বল্পায়ু মাসিকপত্র "কলাপী" প্রকাশ করেন । এই প্রথিতযশা কবির রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম " প্রান্তরেখা ", এই কাব্যগ্রন্থটি 1943 সালে প্রকাশিত হয় । " প্রান্তরেখা " ছাড়া এই বিদ্বান কবির রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো -- উৎসের দিকে (1955), ঘনিষ্ঠ তাপ (1963), মঞ্চের বাইরে মাটিতে (1970), শুধু রাতের শব্দ নেই (1978), প্রথম পলি ও শেষ পাথর (1981), খুঁজতে খুঁজতে এতো দূর (1986) প্রভৃতি । এই মহান কবি কাব্যগ্রন্থ ছাড়াও ছয়টি প্রবন্ধগ্রন্থ, "শিকড় যদি চেনা যায়" (1979) নামে একটি উপন্যাস ও একাধিক গ্রন্থ অনুবাদও করেন, প্রবন্ধগ্রন্থের মধ্যে -- ফরাসি সাহিত্য প্রসঙ্গে (1985), সৃজন সাহিত্য ও অন্যান্য ভাবনা প্রভৃতি এবং অনুবাদগ্রন্থের মধ্যে -- ভারত : আজ ও আগামীকাল (1951), সে এক ঝড়ো বছর (1970), ভারতীয় থিয়েটার (1975), গাছের কথা (1975), মায়াকোভস্কি (1979), পল এলুলয়ের কবিতা (1985) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । 

এই মহামান্য কবি নিজের অনন্য সাহিত্যকীর্তির জন্য 1979 সালে রবীন্দ্র পুরস্কার ( কাব্যগ্রন্থ -- শুধু রাতের শব্দ নেই), 1987 সালে সাহিত্য অকাদেমী পুরস্কার ( কাব্যগ্রন্থ -- খুঁজতে খুঁজতে এতো দূর), 1990 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে " ডি. লিট " উপাধি লাভ করেন এবং ফরাসি সরকার 1992 সালে কবিকে ফরাসি ভাষা ও সাহিত্যের উপর গবেষণার জন্য "লিজিয়ন অফ অনার" সম্মানে ভূষিত করে । 2000 সালে আগস্ট মাসের 22 তারিখে কলকাতা শহরে এই চিরস্মরণীয় কবির তিরোধান হয় । বাংলার সাহিত্যাকাশে একটি উজ্জ্বল জোতিষ্ক হয়ে থাকবেন অরুণ মিত্র ।

কৃতজ্ঞতা - Shining Subir.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment