বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
প্রম্থ চৌধুরী
জন্ম - ৭ই আগস্ট, ১৮৬৬ মৃত্যু - ২রা সেপ্টেম্বর, ১৯৪৬
যশোহর, বাংলাদেশ শান্তিনিকেতন, ভারত
প্রম্থ চৌধুরী
জন্ম - ৭ই আগস্ট, ১৮৬৬ মৃত্যু - ২রা সেপ্টেম্বর, ১৯৪৬
যশোহর, বাংলাদেশ শান্তিনিকেতন, ভারত
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসাবে বিশেষ স্থান অধিকার করে আছেন প্রথম চৌধুরী । প্রথম চৌধুরী ছিলেন কবি , গল্পকার , প্রাবন্ধিক , পত্রিকা - সম্পাদক এবং তিনি 1913 সালে "সনেট পঞ্চাশৎ" নামক কাব্যগ্রন্থ রচনা করে বাংলা কাব্যসাহিত্যে সর্বপ্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন । কবিতা ও গল্প খুব কম রচনা করলেও বাংলা সাহিত্যে অত্যধিক বিচিত্র বিষয়কে কেন্দ্র করে সবচেয়ে বেশী প্রবন্ধ রচনা করেছেন প্রমথ চৌধুরী , এছাড়াও তিনি ভাবাবেগ - প্রধান বাংলা সাহিত্যকে রোমান্টিক ধারা থেকে ক্লাসিকাল ধারায় পরিবর্তিত করতে খুবই উদ্যোগী হয়েছিলেন । প্রমথ চৌধুরী কখনো কখনো "বীরবল" ছদ্মনামে প্রবন্ধ রচনা করেছিলেন পরবর্তীকালে সেইসকল প্রবন্ধগুলি 1916 সালে "বীরবলের হালখাতা" নামে পুস্তকাকারে প্রকাশিত হয় এবং তার রচনারীতি বাংলা সাহিত্যে "বীরবলী - ধারা" নামে পরিচিতি লাভ করে । চলিত ভাষায় রচিত এই প্রবন্ধগুলি বাংলা সাহিত্যের বিশেষ ঐতিহ্যের ধারক ও বাহক ।
প্রমথ চৌধুরী 1868 সালের আগস্ট মাসের 7 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোহরে ভুমিষ্ঠ হলেও ঐ দেশেরই পাবনা জেলার অন্তর্ভুক্ত চাটমোহর উপজেলার হরিপুরে এক সম্ভ্রান্ত জমিদার বংশের সন্তান ছিলেন । এই সম্মাননীয় কবির পিতার নাম দুর্গাদাস চৌধুরী, ইনি পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মাতার নাম মগ্নময়ী দেবী । এই পূজনীয় কবি 1882 সালে বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে, 1887 সালে এই শহরের অন্তর্ভুক্ত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ. এ. পরীক্ষায় দ্বিতীয় বিভাগে (কবির বিদ্যাশিক্ষায় পাঁচ বছরের ব্যবধান -- এই বিষয়ে পরে পোস্ট দেবো ), 1889 সালে প্রেসিডেন্সী কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্সসহ বি. এ. প্রথম বিভাগে, 1891 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পরীক্ষায় প্রথম বিভাগে ( কোন কোন জায়গায় এম. এ. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সালটা 1890 দেওয়া আছে, তা ঠিক নয় কারন বি. এ. অনার্স থেকে এম. এ. দুই বছরের পাঠক্রম ) উত্তীর্ণ হয়ে 1893 সালে আইন পাঠক্রমে অধ্যয়ন করার জন্য বিলেত গমন করেন এবং ব্যারিস্টার হয়ে দেশে প্রত্যাবর্তন করে কলকাতা হাইকোর্টে যোগদান করেন । খুবই স্বল্প সময় হাইকোর্টে ব্যারিস্টারি করার পর এই শ্রদ্ধেয় কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে কিছুকাল অধ্যাপনা করেন এবং পরে ঠাকুর এস্টেট ও দক্ষিনেশ্বর দেবোত্তর এস্টেটের ম্যানেজার ছিলেন । 1914 সালে এই বরণীয় কবি নিজের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্রিকা "সবুজপত্র" প্রকাশ করে প্রভুত খ্যাতি অর্জন করেন এবং এই পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষার একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে উঠেছিল । চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের "শেষের কবিতা" নামক উপন্যাসটি "সবুজপত্র" পত্রিকায় প্রকাশিত হলে বাংলা সাহিত্যে চলিত ভাষাকে অন্তর্ভুক্ত করার আন্দোলনে সাফল্য লাভ করেন প্রমথ চৌধুরী । এই মান্যবর কবি "সবুজপত্র" ছাড়াও "বিশ্বভারতী" ও "অলকা" পত্রিকা সম্পাদনা করেছেন । এই খ্যাতনামা কবি "জয়দেব" নামক প্রবন্ধ রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন । এই প্রবন্ধটি 1893 সালে "ভারতী" পত্রিকায় প্রকাশিত হয় । এই স্বনামধন্য কবির রচিত গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ---
প্রবন্ধগ্রন্থ :- তেল-নুন-লাকড়ি (1906), বীরবলের হালখাতা (1916), নানাকথা (1919), আমাদের শিক্ষা (1920), রায়তের কথা (1926), নানাচর্চা (1932), প্রবন্ধ সংগ্রহ ( প্রথম খণ্ড -- 1952, দ্বিতীয় খণ্ড --1953 ) প্রভৃতি ।
কাব্যগ্রন্থ :- সনেট পঞ্চাশৎ (1913), পদচারণ (1919 ) ।
গল্পগ্রন্থ :- চার ইয়ারী কথা (1916 ), আহুতি (1919 ), নীল লোহিত ও গল্পসংগ্রহ (1941) ।
এই মহান কবি ফরাসী সনেটরীতি "ট্রিয়লেট", "তের্জারিমা" প্রভৃতি বিদেশী কাব্যবন্ধ বাংলা কাব্যসাহিত্যে প্রবর্তন করেন । এই প্রতিভাধর কবি 1926 সালে দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে ও 1937 সালে কৃষ্ণনগরে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন এবং 1944 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের "গিরিশ ঘোষ" বক্তারূপে তিনি নিজের ভাষণে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দান করেন । 1941 সালে এই প্রথিতযশা কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "জগত্তারিণী স্বর্ণপদক" লাভ করেন । 1946 সালে সেপ্টেম্বর মাসের 2 তারিখে এই মহামান্য কবি বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত বীরভূম জেলার শান্তিনিকেতনে নশ্বর শরীর ত্যাগ করেন । বিচিত্র বিষয়কে কেন্দ্র করে অমূল্য প্রবন্ধগ্রন্থগুলি রচনা করার জন্য বাংলা সাহিত্যাকাশে চিরকাল ভাস্বর হয়ে থাকবেন প্রমথ চৌধুরী ।
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment