বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
সজনীকান্ত দাস
জন্ম - ২৫শে আগস্ট, ১৯০০ মৃত্যু - ১১ই ফেব্রুয়ারী, ১৯৬২
বর্ধমান, ভারত কলকাতা, ভারত
সজনীকান্ত দাস
জন্ম - ২৫শে আগস্ট, ১৯০০ মৃত্যু - ১১ই ফেব্রুয়ারী, ১৯৬২
বর্ধমান, ভারত কলকাতা, ভারত
" বহু বিলম্বে আসিয়াছ তুমি , তবু আসিয়াছ এই তো ভালো ;
তৈলবিহীন প্রদীপে দেখ তো জ্বলে কি না জ্বলে নতুন আলো !
স্তিমিত হয়েছে যৌবনশিখা -- মনের খবর লয় না কেহ ,
আমি শুধু জানি অন্তর-তাপে হয় কি না হয় তাপিত দেহ ।
তুমি জ্বলিতেছ আপন তেজে , ভস্ম ঠেলিয়া আগুন-জ্বালা
পাবে কি দেখিতে -- চারিদিকে তব জ্বলিছে আরতি-দ্বীপের মালা !
শঙ্খ-ঘণ্টা সঘনে বাজে ,
জোনাকির আলো কে পায় দেখিতে সহস্রশিখা মশাল-মাঝে !"
1947 সালের আগস্ট মাসের 15 তারিখে প্রথম স্বাধীনতা দিবসে বেতারে যে "বন্দে মাতরম" গানটি বাজানো হয়েছিল, সেই গানটির রচিয়তা ছিলেন সজনীকান্ত দাস এবং গায়ক ছিলেন সুকৃতি সেন । বহমুখী প্রতিভার অধিকারী হয়েও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবাধে বিচরণ করে গেছেন সজনীকান্ত দাস । সজনীকান্ত দাস মূলত কবি হলেও ব্যঙ্গনিপুণ সমালোচক হিসাবে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। উপরোক্ত লাইনগুলি সজনীকান্ত দাসের রচিত "পান্থ-পাদপ" কাব্যগ্রন্থের অন্তর্গত "বিলম্বিনী" কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে ।
সজনীকান্ত দাস 1900 সালে আগস্ট মাসের 25 তারিখে বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশের বর্ধমান জেলার অন্তর্ভুক্ত বেতালবন গ্রামে মাতুলালয়ে ভুমিষ্ঠ হন । এই মান্যবর কবির পিতার নাম হরেন্দ্রলাল রায়, ইনি জমির হিসাবরক্ষক হিসাবে কর্মজীবন আরম্ভ করলেও পরে পার্টিশন-ডেপুটি-কালেক্টর হয়েছিলেন এবং মাতার নাম তুঙ্গলতা দেবী। হরেন্দ্রলাল রায়ের নিবাস এই প্রদেশেরই অন্তর্গত বীরভূম জেলার রায়পুর গ্রামে । পিতা হরেন্দ্রলাল রায়ের চাকুরিসুত্রে এই প্রতিভাধর কবির বাল্যকাল বেতালবন, রায়পুর, বাঁকুড়া , মালদহ , পাবনা ও দিনাজপুরে অতিবাহিত হওয়ার কারনে তার বিদ্যাশিক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে । এই সম্মাননীয় কবি 1918 সালে দিনাজপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন এবং 1920 সালে বাঁকুড়া ওয়েসলিয়ান মিশনারী কলেজ থেকে আই . এসসি . পরীক্ষায় প্রথম বিভাগে ও 1922 সালে কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে রসায়নে অনার্স নিয়ে বি. এস. সি. পরীক্ষায় কৃতকার্য হন । এরপরে এই পূজনীয় কবি ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে অধ্যয়নের জন্য বারাণসী গমন করেন , এই পাঠক্রমে পাঠরতা থাকাকালীন তা মাঝপথে ত্যাগ করে কলকাতায় আগমন করেন এবং এখানে পদার্থবিদ্যায় এম . এসসি . পাঠক্রমে ভর্তি হন । এম. এস. সি. পাঠক্রমে পাঠরত থাকাকালীন এই বরণীয় কবি 1924 সালে অশোক চট্টোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত "শনিবারের চিঠি" পত্রিকায় যোগদান করে "ভাবকুমার প্রধান" ছদ্মনামে লেখনী ধারণ করেন এবং পত্রিকাটির একাদশ সংখ্যা থেকে তার সম্পাদক ও পরিচালক (1928 - 1932, 1936 - 1962) নিযুক্ত হন ।
"শনিবারের চিঠি" পত্রিকা ছাড়াও এই মহান কবি "প্রবাসী" ও "মর্ডান রিভিউ" পত্রিকার সহ-সম্পাদক (1925 - 1928), "প্রবাসী প্রেস" - এর মুদ্রাকর ও কর্মাধ্যক্ষ (1928 - 1931), "দৈনিক বসুমতী " পত্রিকার লেখক (1932), " বঙ্গশ্রী " মাসিক পত্রিকার সম্পাদক (1932 - 1935), বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি, সহ-সভাপতি (1949), সম্পাদক (1945 -- 1948), গ্রন্থাধ্যক্ষ (1938), সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদক (1940), পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা সংসদের সদস্য (1948 - 1962) এবং "শনিরঞ্জন প্রেস" ও "রঞ্জন পাবলিশিং হাউস" - এর প্রতিষ্ঠাতা ছিলেন । বাংলা সাহিত্য আসরে সজনীকান্ত দাস পদার্পন করেন কাজী নজরুল ইসলামকে আক্রমন করে । ক্রমে ক্রমে প্রায় সকল খ্যাতিমান লেখকই সজনীকান্ত দাসের ব্যঙ্গাত্মক সমালোচনায় আক্রান্ত হন এমন কি রবীন্দ্রনাথ ঠাকুরও তার সমালোচনা থেকে মুক্তি লাভ করেন নি । এই স্বনামধন্য কবি ব্যঙ্গকবিতা ও ভাবগম্ভীর কবিতা উভয় রচনাতে খুবই পারদর্শী ছিলেন এবং তিনি এগারোটি কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটগল্পগ্রন্থ, সমালোচনা ও গবেষণাগ্রন্থ মিলিয়ে ত্রিশটির বেশী গ্রন্থ রচনা করেন, কাব্যগ্রন্থগুলির মধ্যে - পথ চলতে ঘাসের ফুল (1929), অঙ্গুষ্ঠ (1931), বঙ্গরণভুমে (1931), মনোদর্পন (1931), রাজহংস (1935), আলো আঁধারি (1936), কেডস ও স্যান্ডাল (1940), পঁচিশে বৈশাখ (1942), মানস-সরোবর (1942), ভাব ও ছন্দ (1952), পান্থ-পাদপ (1960); সমালোচনা ও গবেষণামূলকগ্রন্থের মধ্যে-- রবীন্দ্রনাথ : জীবন ও সাহিত্য (1960), বাংলা গদ্যের প্রথম যুগ (1962) প্রভৃতি; ছোটগল্পগ্রন্থের মধ্যে-- কলিকাল (1940), আকাশবাসর (1944), স্বনির্বাচিত গল্প (1959) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । এই প্রখ্যাত কবি 1929 সালে "অজয়" নামে একটি উপন্যাস এবং সাহিত্যসাধক চরিতমালা সিরিজের কয়েকটি জীবনী পুস্তিকাও রচনা করেছিলেন ।
এই মহামান্য কবি "কামস্কাটীয় ছন্দ" কবিতাটি প্রকাশের পর ব্যঙ্গসাহিত্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেন । এই প্রথিতযশা কবি ছায়াছবির চিত্রনাট্যকার ও সংলাপ-রচিয়তা হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন । 1962 সালে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে এই চিরস্মরণীয় কবি কলকাতার বেলগাছিয়ায় নিজ বাসভবনে করোনারি থ্রম্বোসিস রোগে আক্রান্ত হয়ে নশ্বর শরীর ত্যাগ করেন । কবি, সমালোচক, ছোটগল্পকার ও প্রাচীন বঙ্গসাহিত্যের গবেষকরূপে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন সজনীকান্ত দাস ।
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment