বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

যোগীন্দ্র নাথ সরকার

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

যোগীন্দ্র নাথ সরকার
জন্ম - ২৮শে অক্টোবর, ১৮৬৬                                                                মৃত্যু - ২৬শে জুন, ১৯৩৭
উ. ২৪ পরগনা, প.বঙ্গ, ভারত                                                                                  কলকাতা, ভারত


"ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব,
জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব ।
ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোট ফুল ফুটে গাছে,
ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে ।
দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা,
জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা ।
সুখে দুখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি,
অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে জীবন সফল করি ।।

"উপরোক্ত লাইনগুলি বাংলা শিশুসাহিত্যের প্রাণপুরুষ যোগীন্দ্রনাথ সরকারের রচিত "প্রার্থনাসংগীত" নামক কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে । যোগীন্দ্রনাথ ছিলেন শিশুসাহিত্যিক, ছড়াকার এবং সম্পাদক। ছোটদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে বাংলা শিশু সাহিত্য রচনার অন্যতম পথপ্রদর্শক ছিলেন যোগীন্দ্রনাথ সরকার । ছোটদের রচনার পাশাপাশি তার বইয়ের ছবিগুলি শিশুদের মনকে প্রবলভাবে আকৃষ্ট করে । 

এই শ্রদ্ধেয় শিশুসাহিত্যিকের রচিত "হাসিখুশি" বইটির ছড়া - "অ- তে অজগরটি আসছে তেড়ে / আ-তে আমটি আমি খাবো পেড়ে" দিয়ে এই দেশের শিশুশিক্ষা আরম্ভ হয়েছে । এই শ্রদ্ধেয় শিশুসাহিত্যিক 1866 সালে অক্টোবর মাসের 28 তারিখে বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যস্থিত চব্বিশ পরগনা জেলার জয়নগরের মাতুলালয়ে এক দরিদ্র কায়স্থ পরিবারে ভুমিষ্ঠ হন । এই শিশুসাহিত্যেকের পিতার নাম নন্দলাল সরকার, তার আদি নিবাস অধুনা বাংলাদেশের যশোহর জেলায় ছিল এবং মাতার নাম থাকমণি দেবী । এই শিশুসাহিত্যিকের পূর্বপুরুষদের পদবি ছিল "দেব"। যশোহর থেকে এই পরিবারে বিভিন্ন শাখা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে । যশোহর থেকে দেববংশের একটি শাখা পঞ্চগ্রামে আসেন। পঞ্চগ্রামের এই দেববংশের কোন এক উত্তর পুরুষ চব্বিশ পরগনা জেলার নেতড়ায় বসতি স্থাপন করেন, সেই বংশের সীতানাথ দেবের পুত্র শ্যামসুন্দর প্রথম "সরকার" পদবি গ্রহন করেন । এদের অধস্তন চতুর্থ পুরুষ নন্দলাল সরকারের অষ্টম পুত্রই হলেন এই স্বণামধন্য শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার । নন্দলালের আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না । 1864 সালে প্রবল ঝড়-বৃষ্টিতে নেতড়ার বাস্তুভিটা ধুলিসাৎ হয়ে যাওয়ার ফলে নন্দলাল জয়নগরে (নন্দলালের মাতুলালয় ও শ্বশুরালয় দুই ছিল জয়নগরে) চলে আসেন এবং সপরিবারে বসবাস আরম্ভ করেন । এইখানেই যোগীন্দ্রনাথ সরকারের জন্ম হয় । এই শ্রদ্ধেয় শিশুসাহিত্যিক জয়নগর পাঠশালাতে ভর্তি হয়ে শিক্ষাজীবন আরম্ভ করেন । 1883 সালে নন্দলাল সপরিবারে জয়নগর ত্যাগ করে কলকাতায় এসে বসবাস আরম্ভ করেন । কলকাতায় থাকাকালীন এই খ্যাতনামা শিশুসাহিত্যিককে দেওঘরের উচ্চ ইংরেজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগীন্দ্রনাথ বসু সঙ্গে করে দেওঘর নিয়ে যান এবং ওনার বিদ্যালয়ে ভর্তি করে দেন । এই বিদ্যালয় থেকেই যোগীন্দ্রনাথ সরকার প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে কলকাতার সিটি কলেজে এফ. এ. পাঠক্রমে ভর্তি হন । আর্থিক অনটনের জন্য এই পাঠক্রমের পড়া শেষ না করেই এই খ্যাতনামা শিশুসাহিত্যিক মাসিক পনেরো টাকা বেতনে সিটি কলেজিয়েট বিদ্যালয়ে শিক্ষকতা আরম্ভ করেন । সিটি কলেজিয়েট বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় থেকেই এই খ্যাতনামা শিশুসাহিত্যিকের সাহিত্যজীবনে হাতেখড়ি হয় । এই বরেণ্য শিশুসাহিত্যিক আজগুবি ছড়া রচনায় খুবই সিদ্ধহস্ত ছিলেন । এই বরেণ্য শিশুসাহিত্যিকের সংকলিত "হাসি ও খেলা" গ্রন্থটি বাংলায় শিশুদের জন্য রচিত সর্বপ্রথম পুস্তক যা 1891 সালে প্রকাশিত হয় । 1899 সালে প্রকাশিত এই প্রখ্যাত শিশুসাহিত্যিক রচিত "খুকুমণির ছড়া " শিশুসাহিত্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবে পরিগণিত হয় । এই প্রখ্যাত শিশুসাহিত্যিক শিশুসাহিত্য রচনার জন্য 1896 সালে "সিটি বুক সোসাইটি" নামক একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন । এই প্রকাশনা থেকেই 1899 সালে শিশুদের জন্য রচিত এই বরেণ্য শিশুসাহিত্যিকের বিলেতি উদ্ভট ছন্দ ও ছড়ার অনুকরনে "হাসি রাশি" নামে একখানি সচিত্র পুস্তক প্রকাশিত হয় । 1897 সালে সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত "হাসিখুসি" নামক গ্রন্থটি এই প্রখ্যাত সাহিত্যিককে শিশুসাহিত্যজগতে বিপুল জনপ্রিয়তা প্রদান করে । এই জনপ্রিয় শিশুসাহিত্যিকের রচিত ও সংকলিত শিশুগ্রন্থ ও ছড়াগ্রন্থের সংখ্যা ত্রিশটি । এই গ্রন্থগুলির মধ্যে -- রাঙাছবি (1896), হাসিখুসি প্রথম ও দ্বিতীয় ভাগ (1897) , খেলার সাথী প্রথম ভাগ (1898), খেলার সাথী দ্বিতীয় ভাগ (1904), খুকুমণির ছড়া (1899), হাসি রাশি (1899), পশুপক্ষী (1911), হিজিবিজি (1916), হাসির গল্প (1920), বনে জঙ্গলে (1921) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । শিশুদের জন্য একুশটি পৌরাণিক গ্রন্থ এবং তেরো-চোদ্দটি স্কুলপাঠ্য গ্রন্থও রচনা করেছেন এই জনপ্রিয় শিশুসাহিত্যিক । পৌরাণিক গ্রন্থগুলির মধ্যে-- কুরুক্ষেত্র (1909), সীতা (1910), ধ্রুব (1915), ছোটদের রামায়ন (1918), ছোটদের মহাভারত (1919) ও দৈত্য ও দানব (1920) প্রভৃতি এবং স্কুলপাঠ্য গ্রন্থগুলির মধ্যে- জ্ঞানমুকুল, সাহিত্য, চারুপাঠ, শিক্ষাসঞ্চয় প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । 1905 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে এই জনপ্রিয় শিশুসাহিত্যিক " বন্দে মাতরম " নামে একটি সঙ্গীত সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন যা বাংলার মানুষকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করেছিল । এই প্রথিতযশা শিশুসাহিত্যিক বালকবন্ধু, সখা, সখী, মুকুল, সন্দেশ, বালক প্রভৃতি ছোটদের পত্রিকায় নিয়মিত লিখতেন এবং মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন । 1937 সালে এই প্রথিতযশা শিশুসাহিত্যিকের জীবনের শেষ প্রান্তে রবীন্দ্রনাথের ভুমিকায় সমৃদ্ধ গল্প সঞ্চয়ন সংকলনটি প্রকাশিত হয় । সেইসময় এই মহামান্য শিশুসাহিত্যিকের শিশুদের জন্য আরো দুইটি শিশুপাঠ্য সংকলন - ছোটদের উপকথা ও আগমনী প্রকাশিত হয় । 

1937 সালে জুন মাসের 26 তারিখে দুরারোগ্য নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কলকাতাতেই প্রয়াত হন বাংলা শিশুসাহিত্যের এই প্রাণপুরুষ । শিশুদের কাছে এই মহামান্য শিশুসাহিত্যিকের রচিত গ্রন্থগুলি এক অমূল্য সম্পদভাণ্ডার ।

কৃতজ্ঞতা - Shining Subir.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment