বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
আনন্দ বাগচী
জন্ম - ১৫ই মে, ১৯৩২ মৃত্যু - ৯ই জুন, ২০১২
পাবনা, বাংলাদেশ কল্যাণী, প.বঙ্গ, ভারত
আনন্দ বাগচী
পাবনা, বাংলাদেশ কল্যাণী, প.বঙ্গ, ভারত
ছদ্মনাম ঃ হর্ষবর্ধন, ত্রিলোচন কলমচি।
কিশোর গোয়েন্দা চরিত্র ঃ সুনন্দ
কিশোর গোয়েন্দা চরিত্র ঃ সুনন্দ
" কেউ কাছে ছিল , কেউ কাছে থেকে দূরে কেউ কখনও ছিলনা ,
স্মৃতির দংশন সব সয়ে যায় অপুর্ণতা আশ্চর্য উজ্জ্বল ,
নিজের মনের কাছে একান্ত পরাভব ,
গ্রীষ্ম থেকে বর্ষা , শেষে অভাবিত একান্ত শরৎ বিচিত্র মানবজন্ম ,
অতি ঠুনকো ভালোবাসা সব অচেনার অন্ধকার আলো সয়ে যায় ,
সব সয়ে যায় ।।"
- "সব সয়ে যায়"
বাংলা সাহিত্যে সম্ভবত প্রথম কাব্যোপন্যাস রচিয়তা এবং পঞ্চাশ দশকের উজ্জ্বলতম কবিদের মধ্যে একজন হলেন আনন্দ বাগচী । আনন্দ বাগচী ৯ই জুন 2012 সালে কল্যানীর এক বেসরকারী নার্সিংহোমে প্রয়াত হন । এই মহান কবির জন্ম হয় 1932 সালে মে মাসের 15 তারিখে অবিভক্ত ভারতবর্ষের পাবনা জেলার স্বাগতা গ্রামে ।
আনন্দ বাগচী ছিলেন কবি, ঔপন্যাসিক ও সম্পাদক । এই বরণীয় কবি স্কুলের পাঠ সমাপ্ত করে কলকাতায় আসেন এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন । এই বিখ্যাত কবি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে এম . এ. পাস করেন । 1952 সালে বাঁকুড়া জেলায় ক্রিশ্চান কলেজে এই মহান কবির কর্মজীবন আরম্ভ হয় । ষোলো বছর এই কলেজে অধ্যাপনা করার পর সাগরময় ঘোষের আহ্বানে সাড়া দিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন এবং দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগদান করেন । 1964 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে দেশ পত্রিকায় তার প্রথম কবিতা "লন্ঠন জ্বালিয়ে" প্রকাশিত হয় । এই কবি নিজের সাহিত্যজীবনের সূচনাতে "হর্ষবর্ধন" ও "ত্রিলোচন কলমচি" ছদ্মনাম ব্যবহার করতেন । এই শ্রদ্ধেয় কবির প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা পাঁচটি । সেই কাব্যগ্রন্থগুলি হল - স্বগতসন্ধ্যা (1953), তেপান্তর (1959), উজ্জ্বল ছুরির নীচে (1977), বিস্মরণ (1982) এবং শ্রেষ্ঠ কবিতা । এই স্বণামধন্য কবি উপন্যাস, কিশোরদের সাহিত্য, গোয়েন্দাকাহিনী, গল্পগ্রন্থ, রম্যরচনা, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ, কাব্যোপন্যাস ও নাটক রচনা করেছেন । তার রচিত গ্রন্থগুলি হল -- চকখড়ি, ফেরা না ফেরা, চাঁদ ডুবে গেল, পরমায়ু, রাজযোটক, এই জন্ম অন্য জীবন, ছায়ার পাখি , সাহিত্য প্রসঙ্গে প্রভৃতি । এই দেশবরেণ্য কবির রচিত প্রথম উপন্যাস চকখড়ি 1964 সালে প্রকাশিত হয় । আনন্দ বাগচী "স্বকালপুরুষ" নামে একটিমাত্র কাব্যোপন্যাস লিখেছিলেন । এই কাব্যোপন্যাসটি 1963 সালে ধ্রপদী প্রকাশন থেকে গ্রন্থাগারে ছাপা হয় । তারও আগে এই কাব্যোপন্যাসটি সুশীল রায়ের "ধ্রপদী" পত্রিকায় ধারাবাহিকভাবে মুদ্রিত হয়েছিল । মূলত সুশীল রায়ের উৎসাহেই আনন্দ বাগচী এই কাব্যোপন্যাস রচনা সমাপ্ত করতে পেরেছিলেন । এই প্রথিতযশা কবি কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । তার মধ্যে - পারাবত, বৃশ্চিক, কৃত্তিবাস প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । আনন্দ বাগচী তার সতীর্থ কবি অবন্তী নাগের সাথে "পারাবত" পত্রিকা, বিবেকজ্যোতি মৈত্রের সাথে "বৃশ্চিক" পত্রিকা এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে "কৃত্তিবাস" পত্রিকা প্রকাশ করেন । আনন্দ বাগচীর প্রথম কাব্যগ্রন্থ "স্বগতসন্ধ্যা" 1953 সালে "কৃত্তিবাস" পত্রিকায় প্রকাশিত হয় । পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে মনোমালিন্য হওয়ায় এই শ্রদ্ধেয় কবি কৃত্তিবাস পত্রিকা ত্যাগ করেন ।
এই কবি জীবনের শেষ দিকে দৃষ্টিশক্তি হারিয়ে চলশক্তিহীন অবস্থায় হালিশহরের বাড়ীতে আর্থিক কষ্টের মধ্যে দিনযাপন করতেন । তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । পশ্চিমবঙ্গ সরকার শেষদিকে এই কবিকে আড়াই হাজার টাকা সরকারী অনুদান দেবার কথা ঘোষনা করে ।
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment