বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
আনন্দ বাগচী
জন্ম - ১৫ই মে, ১৯৩২ মৃত্যু - ৯ই জুন, ২০১২
পাবনা, বাংলাদেশ কল্যাণী, প.বঙ্গ, ভারত
আনন্দ বাগচী
পাবনা, বাংলাদেশ কল্যাণী, প.বঙ্গ, ভারত
ছদ্মনাম ঃ হর্ষবর্ধন, ত্রিলোচন কলমচি।
কিশোর গোয়েন্দা চরিত্র ঃ সুনন্দ
কিশোর গোয়েন্দা চরিত্র ঃ সুনন্দ
" কেউ কাছে ছিল , কেউ কাছে থেকে দূরে কেউ কখনও ছিলনা ,
স্মৃতির দংশন সব সয়ে যায় অপুর্ণতা আশ্চর্য উজ্জ্বল ,
নিজের মনের কাছে একান্ত পরাভব ,
গ্রীষ্ম থেকে বর্ষা , শেষে অভাবিত একান্ত শরৎ বিচিত্র মানবজন্ম ,
অতি ঠুনকো ভালোবাসা সব অচেনার অন্ধকার আলো সয়ে যায় ,
সব সয়ে যায় ।।"
- "সব সয়ে যায়"
বাংলা সাহিত্যে সম্ভবত প্রথম কাব্যোপন্যাস রচিয়তা এবং পঞ্চাশ দশকের উজ্জ্বলতম কবিদের মধ্যে একজন হলেন আনন্দ বাগচী । আনন্দ বাগচী ৯ই জুন 2012 সালে কল্যানীর এক বেসরকারী নার্সিংহোমে প্রয়াত হন । এই মহান কবির জন্ম হয় 1932 সালে মে মাসের 15 তারিখে অবিভক্ত ভারতবর্ষের পাবনা জেলার স্বাগতা গ্রামে ।
আনন্দ বাগচী ছিলেন কবি, ঔপন্যাসিক ও সম্পাদক । এই বরণীয় কবি স্কুলের পাঠ সমাপ্ত করে কলকাতায় আসেন এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন । এই বিখ্যাত কবি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে এম . এ. পাস করেন । 1952 সালে বাঁকুড়া জেলায় ক্রিশ্চান কলেজে এই মহান কবির কর্মজীবন আরম্ভ হয় । ষোলো বছর এই কলেজে অধ্যাপনা করার পর সাগরময় ঘোষের আহ্বানে সাড়া দিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন এবং দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগদান করেন । 1964 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে দেশ পত্রিকায় তার প্রথম কবিতা "লন্ঠন জ্বালিয়ে" প্রকাশিত হয় । এই কবি নিজের সাহিত্যজীবনের সূচনাতে "হর্ষবর্ধন" ও "ত্রিলোচন কলমচি" ছদ্মনাম ব্যবহার করতেন । এই শ্রদ্ধেয় কবির প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা পাঁচটি । সেই কাব্যগ্রন্থগুলি হল - স্বগতসন্ধ্যা (1953), তেপান্তর (1959), উজ্জ্বল ছুরির নীচে (1977), বিস্মরণ (1982) এবং শ্রেষ্ঠ কবিতা । এই স্বণামধন্য কবি উপন্যাস, কিশোরদের সাহিত্য, গোয়েন্দাকাহিনী, গল্পগ্রন্থ, রম্যরচনা, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ, কাব্যোপন্যাস ও নাটক রচনা করেছেন । তার রচিত গ্রন্থগুলি হল -- চকখড়ি, ফেরা না ফেরা, চাঁদ ডুবে গেল, পরমায়ু, রাজযোটক, এই জন্ম অন্য জীবন, ছায়ার পাখি , সাহিত্য প্রসঙ্গে প্রভৃতি । এই দেশবরেণ্য কবির রচিত প্রথম উপন্যাস চকখড়ি 1964 সালে প্রকাশিত হয় । আনন্দ বাগচী "স্বকালপুরুষ" নামে একটিমাত্র কাব্যোপন্যাস লিখেছিলেন । এই কাব্যোপন্যাসটি 1963 সালে ধ্রপদী প্রকাশন থেকে গ্রন্থাগারে ছাপা হয় । তারও আগে এই কাব্যোপন্যাসটি সুশীল রায়ের "ধ্রপদী" পত্রিকায় ধারাবাহিকভাবে মুদ্রিত হয়েছিল । মূলত সুশীল রায়ের উৎসাহেই আনন্দ বাগচী এই কাব্যোপন্যাস রচনা সমাপ্ত করতে পেরেছিলেন । এই প্রথিতযশা কবি কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । তার মধ্যে - পারাবত, বৃশ্চিক, কৃত্তিবাস প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । আনন্দ বাগচী তার সতীর্থ কবি অবন্তী নাগের সাথে "পারাবত" পত্রিকা, বিবেকজ্যোতি মৈত্রের সাথে "বৃশ্চিক" পত্রিকা এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে "কৃত্তিবাস" পত্রিকা প্রকাশ করেন । আনন্দ বাগচীর প্রথম কাব্যগ্রন্থ "স্বগতসন্ধ্যা" 1953 সালে "কৃত্তিবাস" পত্রিকায় প্রকাশিত হয় । পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে মনোমালিন্য হওয়ায় এই শ্রদ্ধেয় কবি কৃত্তিবাস পত্রিকা ত্যাগ করেন ।
তিনি বেশ কিছু উপন্যাস ও প্রবন্ধ মূলক রচনার রচয়িতাও। তাঁর আরো কিছু গ্রন্থ - ছোঁ, মৃত্যুর টিকিট, নাচের পুতুল, কানামাছি, চকখড়ি, যাদুঘর, ভূত রহস্য, চালচিত্র, মালয়ের জঙ্গলে, ছায়ার পাখি, রাজযোটক,
এই কবি জীবনের শেষ দিকে দৃষ্টিশক্তি হারিয়ে চলশক্তিহীন অবস্থায় হালিশহরের বাড়ীতে আর্থিক কষ্টের মধ্যে দিনযাপন করতেন । তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । পশ্চিমবঙ্গ সরকার শেষদিকে এই কবিকে আড়াই হাজার টাকা সরকারী অনুদান দেবার কথা ঘোষনা করে ।
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment