বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
স্বর্ণকুমারী দেবী
জন্ম - ২৮শে আগস্ট, ১৮৫৬ মৃত্যু - ৩রা জুলাই, ১৯৩২
স্বর্ণকুমারী দেবী
জন্ম - ২৮শে আগস্ট, ১৮৫৬ মৃত্যু - ৩রা জুলাই, ১৯৩২
কলকাতা, ভারত কলকাতা, ভারত
একটি অব্যক্তভাবে রুদ্ধ যত বাণী ।
একটি পরশে দেখি অনন্ত স্বপন,
একটি পরানে দেখি বিশ্ব নিমগন ।
স্বর্গের সৌন্দর্য আলো বিকাশে নয়ানে,
ঈশ্বরের প্রেমরূপ একটি বয়ানে !
আত্মায় আত্মায় হেরি মহিমা তাহার,
মঙ্গল সুন্দর সত্য আনন্দ অপার ।
দেহের সীমাতে এ যে অনন্তের বাসা,
জন্ম জন্মান্তের পুণ্য ভবিষ্যের আশা ।
এই যদি ভালোবাসা ভালোবাসি তবে;
অনাদরে আদরে এ চিরদিন রবে !"
একটি পরশে দেখি অনন্ত স্বপন,
একটি পরানে দেখি বিশ্ব নিমগন ।
স্বর্গের সৌন্দর্য আলো বিকাশে নয়ানে,
ঈশ্বরের প্রেমরূপ একটি বয়ানে !
আত্মায় আত্মায় হেরি মহিমা তাহার,
মঙ্গল সুন্দর সত্য আনন্দ অপার ।
দেহের সীমাতে এ যে অনন্তের বাসা,
জন্ম জন্মান্তের পুণ্য ভবিষ্যের আশা ।
এই যদি ভালোবাসা ভালোবাসি তবে;
অনাদরে আদরে এ চিরদিন রবে !"
উপরোক্ত লাইনগুলি আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয় নারীকবি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ন-দিদি স্বর্ণকুমারী দেবী রচিত "কবিতা ও গান" নামক কাব্যগ্রন্থের অন্তর্গত "জানি না তো" নামক কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে । একটা পরিবারের মধ্যে এতো প্রতিভাসম্পন্ন মানুষ বাংলা সাহিত্যজগতে খুব একটা চোখে পড়ে না । স্বর্ণকুমারী দেবী ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতকার, প্রবন্ধকার, সম্পাদক ও সমাজ সংস্কারক । 1932 সালের ৩রা জুলাই বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের অন্তর্গত কলকাতা শহরের বালিগঞ্জ এলাকায় নিজ বাসভবনে স্বর্ণকুমারী দেবীর জীবনাবসান হয় । এই মহান নারীকবি কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলের ঠাকুর পরিবারে 1856 সালে আগস্ট মাসের 28 তারিখে ভূমিষ্ঠ হন ।
এই নারীকবি রচিত "কবিতা ও গান" নামক কাব্যগ্রন্থটি 1885 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নিজস্ব পত্রিকা "ভারতী" থেকে প্রকাশিত হয় । স্বর্ণকুমারী দেবী পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী । এই বিখ্যাত নারীকবি ঠাকুরবাড়ির অন্তঃপুরেই পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা নিযুক্ত গৃহশিক্ষকের নিকট প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং বোম্বাই গিয়ে ইংরাজী ভাষা শিক্ষা লাভ করেন । এই বরণীয় মহিলা কবি রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - গাথা, কবিতা ও গান, দেবকৌতুক প্রভৃতি । স্বর্ণকুমারী দেবী কাব্যগ্রন্থ ছাড়াও উপন্যাস, নাটক, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, ছোটগল্পও রচনা করেন । উপন্যাসগুলির মধ্যে দীপ-নির্বান, ছিন্নমুকুল, মালতী প্রভৃতি, নাটকগুলির মধ্যে বিবাহ উৎসব, কনেবদল, পাকচক্র প্রভৃতি, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলির মধ্যে পৃথিবী, সখী-সমিতি প্রভৃতি এবং ছোটগল্পগুলির মধ্যে নবকাহিনী, যমুনা, কুমার ভীম সিং প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । এই খ্যাতনামা কবি মহিলা হয়েও "ভারতী" পত্রিকার সম্পাদনার কাজ দায়িত্ব সহকারে পালন করেন ।
এই শ্রদ্ধেয় কবি বাংলা ভাষায় অনেকগুলি সঙ্গীতও রচনা করেছেন । বাংলা সাহিত্যে এই প্রথিতযশা কবির অসামান্য অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় 1927 সালে শ্রেষ্ঠ লেখিকা হিসাবে "জগত্তারিণী সুবর্ণ-পদক" প্রদান করে । আজ লেখা শেষ করবো এই বিখ্যাত মহিলা কবি রচিত "গাথা" নামক কাব্যগ্রন্থের অন্তর্গত "অভাগিনী" নামক কবিতার কয়েকটি লাইন দিয়ে -
"উপরে বিস্তৃত আকাশ সাগরে সুধাকর দিল সহসা দেখা, আঁধার-মাখানো দামিনীর মুখে পড়িল একটি উজল রেখা ।
আলোকে ছাইল পৃথিবী আকাশ, আঁধারে ছাইল পরান মন;
ভাঙিয়ে কোমল দামিনীর হৃদি প্রবাসে চলিল হৃদয় ধন ।"
কৃতজ্ঞতা - Shining Subir.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment