বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

বাণী বসু

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

বাণী বসু
জন্ম - ২২শে জুলাই, ১৮৪৭                                                                
কলকাতা, ভারত


বাণী বসু (জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৬ বঙ্গাব্দ/১১ই মার্চ, ১৯৩৯ খ্রীষ্টাব্দ) একজন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা - উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিতা বাণী বসু আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকরিণী। তিনি বর্তমানে বিজয় কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।

ইংরাজী সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজী সাহিত্যে এম.এ. করেন (১৯৬২)। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ।

বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পারদর্শিতার নজির রাখেন। তাঁর প্রথম গল্প আনন্দমেলা ও দেশপত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তাঁর অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তাঁর উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)।

তাঁর ‘মৈত্রেয় জাতক’ আনন্দ পুরস্কারে (১৯৯৭), ‘অন্তর্ঘাত’ তারাশঙ্কর পুরস্কারে (১৯৯১) ভূষিত হয়েছে। এছাড়াও তিনি বঙ্কিম পুরস্কার (১৯৯৯), সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১০) পুরস্কারে ভূষিতা।

মূলত সমাজ এবং ইতিহাস চেতনা আর সুতীক্ষ্ন সংলাপ তাঁর সাহিত্যকে নিজের জায়গা করে নিতে সাহায্য করেছে।

তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল, ‘জন্মভূমি মাতৃভূমি ‘, ‘গান্ধর্বী’, ‘একুশে পা’, ‘খারাপ ছেলে’, ‘অষ্টম গর্ভ’, ‘শ্বেতপাথরের থালা’, ‘পঞ্চম পুরুষ’, ‘মেয়েলি আড্ডার হালচাল’, ‘খনামিহিরের ঢিপি’,’তিমির বিদার’, ‘বৃত্তের বাইরে’, ‘রাধানগর’ ইত্যাদি।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment