বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সমরজিত কর

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সমরজিত কর

জন্ম - ৭ই জানুয়ারী, ১৯৩৯                                                                                                       মৃত্যু - 
                                                                                                                                     কলকাতা, ভারত

"Culture, in one sense, is a special kind of human expression pertaining to human value, ethics, moral, art and understanding of nature, modulated by Science"


পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক। সমরজিত কর পেশায় ছিলেন অধ্যাপক। দেশ পত্রিকাতে এক সময়ে তে নিয়মিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ লিখতেন। নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র সমরজিত কর সারা জীবন বিজ্ঞান গবেষনায় লিপ্ত থাকার সুবাদে বহু দেশ ভ্রমনের মাধ্যমে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

ছোটোদের মধ্যে বিজ্ঞান জনপ্রিয় করবার বাসনায় তিনি কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকা দীর্ঘদিন সম্পাদনা করেন। তার বিখ্যাত রচনা গুলির মধ্যে আছে ভয়ংকর সেই মানুষটি, মানুষ পাথর, সবুজ সংকেত, পৃথিবী থেকে মঙ্গলে প্রভৃতি। তিনি দীর্ঘদিন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সম্পাদক ছিলেন। এছাড়াও সায়েন্স এন্ড কালচার পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছিলেন।

তিনি বিজ্ঞানকে জনপ্রিয় করবার জন্য বিজ্ঞান সরস্বতী পুরষ্কার, রবীন্দ্র পুরষ্কার ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে সত্যেন্দ্র পুরষ্কারে ভূষিত হন।

কৃতজ্ঞতা - .

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment