বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

শিশির কুমার মজুমদার

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

শিশির কুমার মজুমদার

জন্ম - ১লা অক্টোবর, ১৯২৩                                                                          মৃত্যু - ১৯৯৩
                                                                                                                                   কলকাতা, ভারত


লেখক তাঁর লেখার মধ্যে দিয়ে পাঠকের কাছে পরিচিত হন। শিশিরকুমার মজুমদার মানুষ হিসেবে কত বড় মাপের ছিল তা বোঝা যায় যখন জানা যায়, সত্যজিৎ রায় বা লীলা মজুমদারের মতো ব্যক্তিত্ব তাঁকে কীরকম স্নেহ করতেন, সমসাময়িক লেখকদের কাছে তিনি কত জনপ্রিয় ছিলেন-- ইত্যাদি। যদিও তাঁর জীবৎকালে তো বটেই, এখনও তাঁর মোট রচনার সিকিভাগও বেশীরভাগ বাঙ্গালীর পড়া হয়নি। কারণ আর কিছুই না, তাঁর লেখাগুলোর দুষ্প্রাপ্যতা। অসামান্য এই শিশুসাহিত্যিক তাঁর মৃত্যুর পর মূলত এই কারণেই ক্রমশ হারিয়ে যাচ্ছেন। এখনকার নতুন পাঠকরা অনেকেই তাঁর নাম পর্যন্ত শোনেননি। এ আমাদের লজ্জা। বাংলা সাহিত্যের লজ্জা।


তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে "চন্দ্র সরোবর প্রজেক্ট", "ধুর পাহাড়ির লুপ", "খুঁজে ফেরা্‌ "অগ্নিযুগের সৈনিক", "তুফান দরিয়ার পরাণ মাঝি", "উত্তর গ্রাম চরিত প্রভৃতি।


কৃতজ্ঞতা ঃ সুদীপ দেব।



নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ, ষ স, র, ল, য, হ, ক্ষ












































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment