বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
শিশির কুমার মজুমদার
জন্ম - ১লা অক্টোবর, ১৯২৩ মৃত্যু - ১৯৯৩
কলকাতা, ভারত
শিশির কুমার মজুমদার
কলকাতা, ভারত
লেখক তাঁর লেখার মধ্যে দিয়ে পাঠকের কাছে পরিচিত হন। শিশিরকুমার মজুমদার মানুষ হিসেবে কত বড় মাপের ছিল তা বোঝা যায় যখন জানা যায়, সত্যজিৎ রায় বা লীলা মজুমদারের মতো ব্যক্তিত্ব তাঁকে কীরকম স্নেহ করতেন, সমসাময়িক লেখকদের কাছে তিনি কত জনপ্রিয় ছিলেন-- ইত্যাদি। যদিও তাঁর জীবৎকালে তো বটেই, এখনও তাঁর মোট রচনার সিকিভাগও বেশীরভাগ বাঙ্গালীর পড়া হয়নি। কারণ আর কিছুই না, তাঁর লেখাগুলোর দুষ্প্রাপ্যতা। অসামান্য এই শিশুসাহিত্যিক তাঁর মৃত্যুর পর মূলত এই কারণেই ক্রমশ হারিয়ে যাচ্ছেন। এখনকার নতুন পাঠকরা অনেকেই তাঁর নাম পর্যন্ত শোনেননি। এ আমাদের লজ্জা। বাংলা সাহিত্যের লজ্জা।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে "চন্দ্র সরোবর প্রজেক্ট", "ধুর পাহাড়ির লুপ", "খুঁজে ফেরা্ "অগ্নিযুগের সৈনিক", "তুফান দরিয়ার পরাণ মাঝি", "উত্তর গ্রাম চরিত প্রভৃতি।
কৃতজ্ঞতা ঃ সুদীপ দেব।
No comments:
Post a Comment