বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

অরুন আইন

 বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


অরুন আইন

জন্ম - ১৯৪৭, জুলাই ৫                                                                                     মৃত্যু -  

জামসেদপুর, ঝাড়খন্ড
বাবা দিগেন্দ্র চন্দ্র আইন  ইলা আইন

"অরুণ আইন। আমাদের সেই রঙিন টিভি-মোবাইল ফোন-ইন্টারনেটবর্জিত কৈশোরের এক অন্যতম প্রিয় নাম। আমরা অপেক্ষা করতাম তাঁর লেখা পড়ব বলে। কারণ সে সব গল্প-উপন্যাসে আমাদের চেনা বন্ধুবান্ধব চেনা বৃত্তে ঘোরাফেরা করত। সে সব লেখা পড়ে মনেই হত না, এ সব অচেনা মানুষ অচেনা জগতের কথা! আমরা তখন সেই সব গল্প-বলিয়েদের আপন করে নিয়েছিলাম, যাঁরা আমাদের বোধগম্য ভাষায় লিখতেন, আমাদের চেনা সাদা-কালো চরিত্রদের কলমের কারিকুরিতে আরও ঢের বেশি রঙিন করে আঁকতেন।"

স্বদেশ সেন, পরিচয় পত্রিকার কবির সূত্রে উৎসাহিত হয়। পূরবী মূখার্জী 
ছোটদের লেখনি তাঁর যেন আরো বেশি করে পরিচিতি দিয়েছে মূলত কিশোর ভারতীর হাত ধরে। তাঁর বিখ্যাত রচনা গুলির মধ্যে আছে বন্ধু অমল, হলুদে সবুজে প্রভৃতি।


কৃতজ্ঞতা -  


নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ














































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment