বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
দুলাল চন্দ্র মুখোপাধ্যায়
(কালিকানন্দ অবধূত)
ভবানীপুর, কলকাতাা, ভারত চূচুরা, হুগলী, , ভারত
অবধূত (১৯১০ - ১৩ এপ্রিল, ১৯৭৮) বা কালিকানন্দ অবধূত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক। তাঁর প্রকৃতনাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম অনাথনাথ মুখোপাধ্যায়। পুত্র অমল মুখোপাধ্যায়ের জন্মের পর স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু সংসার শেষ অবধি এঁকে ধরে রাখতে পারল না। অজানা কোনো এক রহস্যলোক এঁকে টানতে লাগলো প্রবলবেগে। শিগগিরই সে টানে ইনি ঘর ছাড়লেন। তখন তাঁর সাতাশ-আঠাশ বছর মাত্র বয়স। উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসজীবনে তাঁর নামকরণ কালিকানন্দ অবধূত। সন্ন্যাসজীবনে তাঁর ভৈরবী স্ত্রীও ছিল। তারপর প্রায় কুড়ি বছর ধরে তাঁকে সেই আকর্ষণেই টেনে নিয়ে বেরিয়েছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এমন কি বৃহত্তরভারতেও। হিমালয় থেকে কুমারিকার ভেতর কোনো তীর্থ নেই-যা ইনি ঘোরেন নি। সেই সময়ই ইনি বেলুচিস্তানের পশ্চিমপ্রান্তে অন্যতম শ্রেষ্ঠ তীর্থ 'হিংলাজ' ভ্রমন করেন। সে পথ অতি দুর্গম, মরুভূমি অতিক্রম করে যেতে হয়েছে। পথ যেমন বিঘ্নসঙ্কুল, সে দেশের মানুষগুলোও তেমন অপরিচিত। হুগলি জেলার চুঁচুড়ায় স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠে তাঁর মৃত্যু হয়।
অবধূত লিখতে শুরু করেছেন প্রৌঢ়ত্বে পৌঁছে। প্রথম বই ‘মরুতীর্থ হিংলাজ’ প্রকাশিত হচ্ছে ১৯৫৪ সালে। লেখক অবধূত আত্মপ্রকাশ করছেন পঁয়তাল্লিশ বছর বয়সে। লেখার জন্য সময় পেয়েছেন তেইশ বছর। গল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে লিখেছেন প্রায় তেইশ-চব্বিশটি গ্রন্থ। অবধূত ছদ্মনামে তিনি একাধিক গ্রন্থ রচনা করেছিলেন ।
মরুতীর্থ হিংলাজ নামক উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসটি অবলম্বনে একটি জনপ্রিয় চলচ্চিত্রও নির্মিত হয়, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিকাশ রায় ও উত্তমকুমার। তাঁর অপর বিখ্যাত গ্রন্থ উদ্ধারণপুরের ঘাট (১৯৬০)।
হংসনারায়ণ ভট্টাচার্য তাঁর সম্পর্কে লিখেছেন, "উদ্ভট কাহিনী-কল্পনা, বীভৎস রস, তান্ত্রিক ধর্মসাধনার গুহ্য রহস্য ও উৎকট যৌনাচার অবধূতের রচনার বৈশিষ্ট্য, - শক্তিমত্তা সত্ত্বেও শিথিল বিন্যাস ও যৌনতার আধিক্য ত্রুটিরূপে গণ্য।" শিশিরকুমার দাশের মতে, "তাঁর রচনার বৈশিষ্ট্য ভয়াবহ ও বীভৎস রসের আধিক্য। প্রবল জনপ্রিয়তা সত্ত্বেও কোনো কোনো সমালোচক তাঁর বিষয়নির্বাচন ও প্রয়োগরীতির প্রতি সংশয়ী ছিলেন।"
অবধূত রচিত বিখ্যাত উপন্যাসগুলি হল মরুতীর্থ হিংলাজ (জুলাই, ১৯৫৪), হিংলাজের পরে, বশীকরণ, উদ্ধারণপুরের ঘাট (১৯৬০), ফক্করতন্ত্রম্ (১ম, ২য় ও ৩য় পর্ব), নীলকণ্ঠ হিমালয়, একটি মেয়ের আত্মকাহিনী।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment