বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জন্ম - ২রা নভেম্বব, ১৯৩৫                                                         
ময়সমনসিংহ, বাংলাদেশ                                                                                  


বিশেষ চরিত্র - গোয়েন্দা শবর


শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাথে ।

অদ্ভুতুরে সিরিজ তার এক অনবদ্য সৃষ্টি। তার পাতালঘর, ছায়াময়, মনোজদের অদ্ভুত বাড়ি কাহিনি সিনেমা হয়েছে। এ ছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনি নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তাঁর উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরি হচ্ছে। এ ছাড়াও সিনেমা হয়েছে তাঁর শবর নামে গোয়েন্দা চরিত্রটি নিয়ে। তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার (শিশু সাহিত্যে অবদানের জন্য), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০), সাহিত্য অকাদেমি পুরস্কার ) মানবজমিন উপন্যাসের জন্য), জীবনব্যাপী সাহিত্য সম্মান, ২০১৪ - "পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড" প্রদত্ত।

তার আরো কিছু বিখ্যাত বই যাও পাখি, পার্থিব, ঘূণপোকা, গোলমাল।


নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ









































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment