বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ময়সমনসিংহ, বাংলাদেশ
বিশেষ চরিত্র - গোয়েন্দা শবর
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাথে ।
অদ্ভুতুরে সিরিজ তার এক অনবদ্য সৃষ্টি। তার পাতালঘর, ছায়াময়, মনোজদের অদ্ভুত বাড়ি কাহিনি সিনেমা হয়েছে। এ ছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনি নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তাঁর উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরি হচ্ছে। এ ছাড়াও সিনেমা হয়েছে তাঁর শবর নামে গোয়েন্দা চরিত্রটি নিয়ে। তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার (শিশু সাহিত্যে অবদানের জন্য), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০), সাহিত্য অকাদেমি পুরস্কার ) মানবজমিন উপন্যাসের জন্য), জীবনব্যাপী সাহিত্য সম্মান, ২০১৪ - "পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড" প্রদত্ত।
তার আরো কিছু বিখ্যাত বই যাও পাখি, পার্থিব, ঘূণপোকা, গোলমাল।
No comments:
Post a Comment