বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

অতীন বন্দ্যোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

অতীন বন্দ্যোপাধ্যায়
জন্ম - , ১৯৩৪                                                                                      মৃত্যু - ১৯শে জানুয়ারী, ২০১৯
ঢাকা, বাংলাদেশ                                                                                                        কলকাতা, ভারত


জন্ম 1934 সালে, অবিভক্ত ভারতের তৎকালীন পূর্ববঙ্গের 'ঢাকা' জেলায়। দেশভাগ এর পর ভারতে আগমন এবং 1986 সাল থেকে পাকাপাকি ভাবে কলকাতায় বসবাস। তবে তার আগে কঠোর জীবন সংগ্রাম।

শিক্ষকতা বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'ডিগ্রি' লাভ (1956) সত্ত্বেও জীবিকার প্রয়োজনে কত না শ্রমসাধ্য পেশা বেছে নিতে হয়েছিল... "লরি-র খালাসি" থেকে শুরু করে "সমুদ্রগামী জাহাজের নাবিক বৃত্তি" পর্যন্ত।

কর্মজীবনের এই বর্ণময় বিচিত্র অভিজ্ঞতা এবং সমৃদ্ধ জীবনবোধ এর মিশেল, তাঁর দরদী অথচ আপাত নিষ্পৃহ কলমে সোনার ফসল ফলিয়েছে।
বিশেষত, দেশভাগ এর বিস্তৃত পটভূমিতে রচিত সুবিশাল মরমী আখ্যান "নীলকন্ঠ পাখির খোঁজে" উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মাইল ফলক রূপে স্বীকৃতি লাভ করে।

পরের দুটি কাহিনী, যথাক্রমে "অলৌকিক জলযান" এবং "ঈশ্বরের বাগান" মিলে একটি সার্থক ত্রয়ী উপন্যাস (ট্রিলজি)।

বহুবিধ পুরস্কার লাভে ধন্য। "প্রেস্টিজিয়াস" সাহিত্য অকাদেমি পুরস্কার (2001) প্রাপ্তি "পঞ্চাশটি গল্প"-এর জন্য।

কৃতজ্ঞতা - হিমাদ্রী ঘোষ দস্তিদার।

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ
















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment