বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
অতীন বন্দ্যোপাধ্যায়
জন্ম - , ১৯৩৪ মৃত্যু - ১৯শে জানুয়ারী, ২০১৯
ঢাকা, বাংলাদেশ কলকাতা, ভারত
অতীন বন্দ্যোপাধ্যায়
জন্ম - , ১৯৩৪ মৃত্যু - ১৯শে জানুয়ারী, ২০১৯
ঢাকা, বাংলাদেশ কলকাতা, ভারত
শিক্ষকতা বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'ডিগ্রি' লাভ (1956) সত্ত্বেও জীবিকার প্রয়োজনে কত না শ্রমসাধ্য পেশা বেছে নিতে হয়েছিল... "লরি-র খালাসি" থেকে শুরু করে "সমুদ্রগামী জাহাজের নাবিক বৃত্তি" পর্যন্ত।
কর্মজীবনের এই বর্ণময় বিচিত্র অভিজ্ঞতা এবং সমৃদ্ধ জীবনবোধ এর মিশেল, তাঁর দরদী অথচ আপাত নিষ্পৃহ কলমে সোনার ফসল ফলিয়েছে।
বিশেষত, দেশভাগ এর বিস্তৃত পটভূমিতে রচিত সুবিশাল মরমী আখ্যান "নীলকন্ঠ পাখির খোঁজে" উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মাইল ফলক রূপে স্বীকৃতি লাভ করে।
পরের দুটি কাহিনী, যথাক্রমে "অলৌকিক জলযান" এবং "ঈশ্বরের বাগান" মিলে একটি সার্থক ত্রয়ী উপন্যাস (ট্রিলজি)।
বহুবিধ পুরস্কার লাভে ধন্য। "প্রেস্টিজিয়াস" সাহিত্য অকাদেমি পুরস্কার (2001) প্রাপ্তি "পঞ্চাশটি গল্প"-এর জন্য।
No comments:
Post a Comment