বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

গৌরী ধর্মপাল

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

গৌরী ধর্মপাল


জন্ম - ২৫শে অক্টোবর, ১৯৩১                                                                মৃত্যু - , ২০১৪
                                                                                                                                   কলকাতা, ভারত


গৌরী ধর্মপাল (বিবাহপূর্ব চৌধুরী) (১৯৩১-২০১৪) একজন সংস্কৃতের পণ্ডিত, লেখিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি লেডি ব্রেবোর্ন কলেজের সংস্কৃত বিভাগের প্রাক্তন প্রধান ছিলেন। ২০১০ সালে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে উনি সম্মান শংসাপত্র পান। তার লেখা কয়েকটি বই হল ঘোড়া যায়,চোদ্দো পিদিম,আশ্চর্য কৌটো,কালো মানিক,ইত্যাদি।

বাংলা সাহিত্যপ্রেমীদের সঙ্গে গৌরী ধর্মপালের পরিচয় নিবিড়। যে প্রজ্ঞা ও মেধার সাক্ষ্য বহন করে তাঁর লেখা, তা বাঙালির কাছে চিরকালীন সম্পদ। ফলে এই মহীয়সীর সম্পর্কে নতুন কিছু বলার নেই। কিন্তু বলার এই যে, সংস্কৃতের অধ্যাপিকা, বেদজ্ঞ এই পরিচয়ের বাইরেও আরও নানা রঙের গৌরী আছেন। প্রবন্ধ, গল্প, উপন্যাসের পাশাপাশি যাঁর কলমে উঠে এসেছে ভিন্ন স্বাদের কবিতাও। কখনও তা প্রেমের, কখনও পরিবেশের। আবার আঙ্গিকে কখনও তা হয়ে উঠেছে চিঠি-কবিতা বা অন্য কিছু। কখনও কবিতায় ঢুকে পড়েছে বেদের অনুষঙ্গ তো কোথাও আবার হাজির খোদ সৌমিত্র চট্টোপাধ্যায়। এতটাই বিস্তৃত ও বৈচিত্রকে ধারণ করে তাঁর কবিতাভাবনা। গৌরী ধর্মপালের লেখালিখির যে ধরনের সঙ্গে আমরা বেশিমাত্রায় পরিচিত, নিশ্চিতভাবেই এ তার থেকে বেশ স্বতন্ত্র এক সৃজনের পৃথিবী। এ সর্বার্থেই এক মগ্নবিশ্বের খোঁজ পাওয়া।

গৌরী ধর্মপাল লেডি ব্রেবোর্ন কলেজে সংস্কৃত বিভাগের খ্যাতনাম্নী অধ্যাপিকাই শুধু ছিলেন না, একাধারে তিনি ছিলেন বেদ বিশেষজ্ঞ, ছড়াকার, গল্প-লেখক। শিশুসাহিত্যে তাঁর অবদান অননুকরণীয়। ১৯৯৫ সালে এই কলেজ থেকে অবসর নেবার পর তাঁর নিরলস সাহিত্যচর্চা দুরন্ত গতিতে এগিয়েছে। ছোটদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাসের জন্য যাঁর খ্যাতি, তিনি যে নানা বিষয়ে, নানা রঙে, নানা স্টাইলে তাঁর কবিতার কলমকেও একইরকম দক্ষতায় ও তীক্ষ্ণতায় ক্রমাগত শাণিত করেছিলেন



নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ, ষ স, র, ল, য, হ, ক্ষ
















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment