বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

শেখর বসু

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

শেখর বসু

জন্ম - ১৪ই জানুয়ারী,   ১৯৪০        
কলকাতা, ভারত                                                 

                                                             
ছোটগল্পকার, উপন্যাসিক, শিশু সাহিত্যিক শেখর বসু ১৯৪০ সালের ১৪ই জানুয়ারী কলকাতা শহরে জন্মগ্রহন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ১৯৭৫ সালে শেখর বসু আনন্দবাজার সংস্থার একটি ইংরেজি দৈনিকে (হিন্দুস্থান স্যান্ডার্ড) কর্মজীবন শুরু করেন।

১৯৭০ সালে দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত গল্প টাঙ্গি তাকে প্রচারের আলোয় নিয়ে আসে। ১৯৭৪ সালে শারদীয় আনন্দবাজারে প্রকাশিত হয় উপন্যাস 'অন্যরকম'। সে সময়ে আনন্দ গোষ্ঠির কোনো শারদীয়াতে উপন্যাস লিখতে পারা সাধারন লেখকেরা ভাবতেই পারতেন না।

ওই সময় ‘আনন্দমেলা’র সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে এক দিন ডেকে বলেন, ‘তুমি আনন্দমেলার জন্যে একটা গল্প দাও তো।’ শেখর অবাক, ‘কিন্তু আমি তো কখনও ছোটদের জন্য লিখিনি।’ ‘লেখোনি তো কী হয়েছে? লেখো। সামনের মাসেই গল্পটা চাই।’ তিনি দু’মাস বাদে দিয়েছিলেন ছোটদের জন্য প্রথম গল্প ‘ভাগ্যিস ইনু ছিল’। এর পর জড়িয়ে পড়েন ছোটদের লেখায়। পাশাপাশি চলতে থাকে বড়দের জন্য লেখাও। তবে দুই ধারার গল্প লিখতে গিয়ে তাঁকে কখনও বিড়ম্বিত হতে হয়নি। তাঁর উপলব্ধি: ‘সঙ্গে সঙ্গে এটাও টের পেয়েছিলাম ছোটদের লেখা কয়েক ঝলক মুক্ত বাতাস নিয়ে আসে। বড়দের লেখার ক্ষেত্রে ওই বাতাস কোনও বাধা সৃষ্টি করে না, বরং সাহায্যই করে থাকে। কারণ, বড়দের লেখাতেও ছোটরা আসে।’

বর্তমানে পূর্ণ সময়ের লেখক হিসেবে তিনি তাঁর সৃষ্টি সুখে মেতে আছেন। তাঁর কয়েকটি গ্রন্থ হল - বারোটি কিশোর ক্লাসিক্স, জলে দস্যু ডাঙায় বাঘ, সাত ঘড়া মোহর, সোনার বিস্কুট, সাত বিলেতি হেরে গেল, মহাসাগরে ছোট্ট ভেলায় ৭৬ দিন, ব্যবসার নাম শুভবিবাহ, মাঝখান থেকে, রহস্যের পাঁচ ঠিকানা প্রভৃতি।


কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment