বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
তারাপদ রায়
জন্ম - ১৭ নভেম্বর, ১৯৩৬ মৃত্যু - ২৫শে আগস্ট, ২০০৭
টাঙ্গাইল, বাংলাদেশ কলকাতা, ভারত
তারাপদ রায়
জন্ম - ১৭ নভেম্বর, ১৯৩৬ মৃত্যু - ২৫শে আগস্ট, ২০০৭
টাঙ্গাইল, বাংলাদেশ কলকাতা, ভারত
সৃষ্ট চরিত্র - ডোডো তাতাই
তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও কিশোর সাহিত্যিক । বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গমস্রষ্টা তিনি।
তারাপদ রায়ের জন্ম অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের টাঙ্গাইলে ইংরাজী ১৯৩৩ সালের নভেম্বর মাসের ১৭ তারিখে । সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল হতে ম্যাট্রিক পাশ করেন । ১৯৫১ খ্রিষ্টাব্দে কলকাতায় কলেজে পড়তে আসেন । মৌলানা আজাদ কলেজ পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক হন।
কিছুদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপরে সরকারি চাকরি । পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নিয়েছেন ইংরাজী ১৯৯৪ সালে। সম্পাদনা করেছেন দুটি লিটিল ম্যাগাজিন- 'পূর্ব মেঘ' ও 'কয়েকজন' ।
বাল্য অবস্থা থেকেই কবিতা রচনা করেছেন । তার প্রথম কবিতার বই 'তোমার প্রতিমা' প্রকাশিত হয় ইংরাজী ১৯৬০ সালে । তার প্রকাশিত কবিতা সহস্রাধিক । কবিতার পাশাপাশি রম্যরচনা লিখেছেন অজস্র সঙ্গে গল্প ছোট উপন্যাস ও শিশু সাহিত্য । বাংলা সাহিত্যে সার্থক রম্যরচয়িতাদের মধ্যে পাঠক পাঠিকাদের নিরিখে তিনি জনপ্রিয়। তিনি 'নক্ষত্র রায়' এবং 'গ্রন্থকীট' ছদ্মনামেও লিখতেন। সরকারি অতিথি হয়ে ইংল্যান্ড, আমেরিকা সহ বহু দেশে ভ্রমণ করেছেন।
তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে ক খ গ ঘ , কাণ্ডজ্ঞান, বিদ্যাবুদ্ধি, জ্ঞানগম্যি, বুদ্ধিশুদ্ধি, জলভাত, কী খবর, রস ও রমণী, মারাত্মক, ভদ্রলোক, সর্বনাশ।
তারাপদ রায় শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কার (১৯৯৫) এ ভূষিত হয়েছেন ।
তিনি ইংরাজী ২০০৭ সালের আগস্ট মাসের ২৫ তারিখে প্রয়াত হন।
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ, ষ | স, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment