বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
জন্ম - ৯ই জানুয়ারী, ১৮৮৪                                                                মৃত্যু - ১৯শে মে, ১৯৬৬
ইছাপুর,, উ. ২৪ পরগনা, প.বঙ্গ, ভারত                                                               কলকাতা, ভারত

"ফিরে চলো, ফিরে চলো
আপন ঘরে।
চাওয়া পাওয়ার হিসাব মিছে
আনন্দ আজ আনন্দ রে।"

সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক। তিনি জন্মেছেন ১৮৮৪ সালের ৯ জানুয়ারি ২৪ পরগনার ইছাপুর-ব্যারাকপুরে। পিতামহ ছিলেন হাইকোর্টের ব্যবহারজীবী, কিন্তু মাতামহ ছিলেন বাংলা রঙ্গমঞ্চের পুরোধাপুরুষ নট-নাট্যকার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

সৌরীন্দ্রমোহন পেশায় ছিলেন আইনজীবী, নেশায় সাহিত্য-শিল্পকর্মী। ভবানীপুর সাউথ সুবার্বন স্কুল থেকে ১৮৯৯ সালে এন্ট্রান্স, ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজ থেকে ১৯০১ সালে এফ.এ., জেনারেল অ্যাসেম্বলিজ থেকে ১৯০৪ সালে বি.এ. এবং কলকাতার আইন কলেজ থেকে ১৯১১ সালে আইন পাশ করেন।

১৯০১ থেকে সাহিত্যজগতে ঘনিষ্ঠতা। ১৯০২ সালে সাহিত্য পুরস্কার লাভ। ১৯০৭ সাল থেকে বিখ্যাত 'ভারতী' গোষ্ঠীর সঙ্গে মিলে পরিচালনা ভার নেন, ১৯১৫ থেকে ১৯২৩ পর্যন্ত ভারতীর যুগ্ম সম্পাদক মণিলাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ১৯২৬ থেকে বসুমতীর সঙ্গে ঘনিষ্ঠতা।

সৌরীন্দ্রমোহন ছিলেন সব্যসাচী লেখক। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র কাহিনী, বেতার নাট্য, অনুবাদ, ব্যঙ্গ কৌতুক সব শাখাতেই নৈপুণ্য দেখিয়েছেন। তাঁর গানের উৎস ছিল কলকাতা বেতার কেন্দ্র ও গ্রামোফোন কোম্পানি। তাঁর সবকটি জনপ্রিয় গান এই দুই প্রকার মাধ্যমেই বিকশিত। যদিও আলাদা কোনো গীত-সংকলন নেই তাঁর।

ছোটদের জন্যও তিনি বহু রচনা সৃষ্টি করে গিয়েছেন যা আজও সমাদৃত। যথা  ছিন্নমস্তার মন্দির, বার্মায় যখন বোমা পরে, নীল আলো, বহুরূপি প্রভৃতি।

তাঁর অন্যান্য বিখ্যাত রচনা গুলির মধ্যে রয়েছে তান্ত্রিকদের বিচিত্র কাহিনী,যৌবরাজ্য, ইতিহাসে নেই, লজ্জাবতী, পরলোকের বিচিত্র কাহিনী, পিয়াসী, তরুনী, উপকন্ঠে, স্বয়ম্বরা প্রভৃতি।

১৯৬৬ সালের ১৯শে মে তাঁর প্রয়াণ ঘটে।

কৃতজ্ঞতা - রোদ্দুরে.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ


















https://banglaclassicbooks.blogspot.com/2020/02/blog-post_46.html



























































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment