বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
হিমানীশ গোস্বামী
জন্ম - ১৮ই মার্চ, ১৯২৬ মৃত্যু - ১৪ই মার্চ, ২০১২
ফরিদপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
হিমানীশ গোস্বামী
জন্ম - ১৮ই মার্চ, ১৯২৬ মৃত্যু - ১৪ই মার্চ, ২০১২
ফরিদপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
ছদ্মনাম ঃ দিগদর্শক
সৃষ্ট চরিত্র ঃ কিট্টু লাহিড়ী, গোয়েন্দা দে ও গোয়েন্দা দা, গোয়েন্দা গর্জন, তেতুল মামা
হিমানীশ গোস্বামীর জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার রতনডিয়া গ্রামে। বাবা পরিমল গোস্বামী, ভাই প্রাবন্ধিক শতদল গোস্বামী, দাদু বিখ্যাত কবি যতীন্দ্র নাথ বাগচী হওয়াতে সাহিত্যের পরিবেশেই বড় হয়েছেন। ১৯৩৭ সালে তাঁদের পরিবার কলকাতায় বসবাস শুরু করে।
প্রখ্যাত সাহিত্যিক পরিমল গোস্বামীর সুযোগ্য পুত্র তাঁর তীর্যক ব্যঙ্গ রচনার মাধ্যমে ও সুক্ষ্ম তুলির ব্যঙ্গ চিত্রে বাংলা সাহিত্যে তাঁর স্থান স্মরণীয় করে রেখেছেন। মাত্র ২৫ বছর বয়সে লন্ডনে ভারতীয় হাই কমিশনে ৫ বছর চাকরী করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হিমানীশ গোস্বামী দীর্ঘদিন আনন্দবাজারে সাংবাদিকতার কাজ করেছেন। রম্য রচনা, ব্যাঙ্গ চিত্র, স্মৃতিকথা, গোয়েন্দা কাহিনী, সাহিত্যের নানা পথে তাঁর বিস্তার ছিল অসাধারন।
তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, লন্ডনে অতদিন ছিলেন, সাহেবদের কেমন দেখলেন? উত্তরে বলেন, "সাহেব তো দেখেছি কলকাতায়, গোয়ায়। লন্ডনে বেশ কিছু ইন্ডিয়ান দেখেছি বটে।" এই সহজসিদ্ধ বাক ভঙ্গিমাই ছিল তাঁর সরস গদ্যের উৎস। সেন্স অফ হিউমার তাঁর মনের শুশ্রুষা করেছে আজীবন। Solar Cooker এর বাংলা তর্জমা করেছেন 'রবি ঠাকুর'।
তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে অভিধানাইপানাই, বাংলার শেষ ডিটেকটিভ, ভুবনচরার কালো পেঁচা, অপদার্থ, আমার রামায়ন, লন্ডনের পাড়ায় পাড়ায়, অবিস্মরণীয় লন্ডন প্রভৃতি।
২০১২ সালের ১৪ই মার্চ প্রস্টেট ক্যান্সারে দীর্ঘদিন ভুগে তিনি ইহলোক ত্যাগ করেন।
No comments:
Post a Comment