বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

কান্তি পি. দত্ত

  বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


কান্তি পি. দত্ত

জন্ম -                                                                                                 মৃত্যু -   

কান্তি পি. দত্ত সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায় নি। কোনো পাঠক সাহায্য করতে পারলে খুব ভালো হয়।
তিনি মূলত ছোটদের জন্য বই লিখতেন, যা কোনো পত্রিকায় প্রকাশ হত না, সরাসরি বই আকারে প্রকাশ হত। ভাষা ছিল অত্যন্ত সহজ সরল ও ছোটোদের উপযোগী। ভজুদাকে নিয়ে একাধিক রচনা তাঁর প্রকাশ পেয়েছে। ব্রহ্মার কোলকাতা আগমন অন্যতম সেরা সৃষ্টি। তিনি নারায়ন দেবনাথকে পেয়েছিলেন তাঁর সৃষ্টির অলংকরন শিল্পী হিসেবে, যা তাঁর বইয়ের আকর্ষন আরো অনেক বাড়িয়ে দেয়। কিন্তু তাকে পত্রিকা জগৎ কেন ব্রাত্য করে রেখেছিলেন তা আজো রহস্য। এই নামের আড়ালে কোনো নামি সাহিত্যিক থাকলেও আশ্চর্য হবো না।


নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।


অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ













































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com  

No comments:

Post a Comment