বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

গৌতম রায়

  বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


গৌতম রায়



জন্ম -  ১৯৩৯, জুন                                                                



স্কুল পড়ুয়া অবস্থা থেকেই একটা নেশা ঢুকে গিয়েছিল মাথার মধ্যে, নাটক দেখা। স্টার, রঙ্গমহল, শ্রীরঙ্গম (বিশ্বরূপা), মিনার্ভা প্রায় গোগ্রাসে গেলা। মাথার মধ্যে নাটুকে পোকাটা তখন থেকেই বিজবিজ করত। সেই আকর্ষণ থেকেই নাটকে অভিনয় করা। স্কুল জীবন শেষ করার আগে থেকেই। অভিনয় শুরু। কিন্তু আর এক নেশা ছবি আকা। সেই টানেই ইন্টারমিডিয়েটের পর আর্ট কলেজ। কলেজ জীবন শেষ করেই নেমে পড়তে হল বাণিজ্যিক শিল্পে। রোজগারের ব্যবস্থায়। এটা সেটার পর পাকাপাকি ভাবে প্রচ্ছদ শিল্পের জগতে। ১৯৬২ থেকে ২০১২। এখনও প্রচ্ছদ আর্কা চলছে। সহস্রাধিক প্রচ্ছদের রূপকার। তুলি ছাড়াও কলম চলতে শুরু করে নাট্য রচনা দিয়ে। শুধু নাটক রচনা নয় সঙ্গে চলে গল্প, উপন্যাস, মাঝে মাঝে কবিতাও। সামাজিক গল্প উপন্যাস ছাড়াও তাঁর বিশেষ ন্যাক ছিল রহস্যধর্মী কাহিনি রচনায়। সামাজিক গল্প উপন্যাসের চেয়েও এক সময় তিনি গোয়েন্দা গল্প আর উপন্যাস নিয়ে নিয়মিত লেখা শুরু করেন। এতাবৎকাল তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা পঁচাত্তরেরও বেশি।



কৃতজ্ঞতা - 

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ
















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment