বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

প্রভাবতী দেবী সরস্বতী

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

প্রভাবতী দেবী সরস্বতী
জন্ম - ৫ই মার্চ, ১৯০৫                                                                                       মৃত্যু - ১৪ই মে, ১৯৭২
গোবরডাঙ্গা, উ. ২৪ পরগনা, প.বঙ্গ, ভারত                                                           কলকাতা, ভারত

বিখ্যাত চরিত্র ঃ কৃষ্ণা, শিখা।


উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার অর্ন্তগত খাঁটুরা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন প্রভাবতী বন্দ্যোপাধ্যায়। ১৯০৫ সালের ৫ মার্চ। পিতা ছিলেন আইনজীবী গোপাল বন্দ্যোপাধ্যায়, মা সুশীলাবালাদেবী, স্বামী বিভূতিভূষণ চৌধুরী, ভগিনী খ্যাতনামা লেখিকা ও চিত্রশিল্পী হাসিরাশিদেবী।

আইনের সঙ্গে সঙ্গে ইংরেজি সাহিত্যের প্রতিও গোপালবাবুর আকর্ষণ ছিল। সাহিত্যানুরাগিণী ছিলেন সুশীলাবালাদেবীও। প্রভাবতীর সেই অর্থে প্রথাগত শিক্ষালাভ হয়নি। কিন্তু ছোট থেকেই বাবা-মায়ের কাছ থেকে সাহিত্যচর্চার উৎসাহ পান তিনি। পিতার আনুগত্যে কৈশোরেই শেলি, কিটস্, বায়রন ইত্যাদি ইংরেজি কাব্যের রসাস্বাদন করেন তিনি।

মাত্র ৯ বছর বয়সে প্রভাবতীর বিবাহ হয় গাইপুর গ্রামের বিভূতিভূষণ চৌধুরীর সঙ্গে। কিন্তু অসুখি দাম্পত্য-জীবনের কারণে খুব অল্প সময় পরই তিনি পিতৃগৃহে ফিরে আসেন। বাবার কর্মসূত্রে দিনাজপুর, বহরমপুর, লামডিং-এ থাকার পর জীবনের শেষ চল্লিশ বছর কাটান কলকাতায়। বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় মারা যান লামডিঙে। কলকাতার পাতিপুকুরে নিজ বাসগৃহে প্রায় মাস তিনেক গলব্লাডারের অসুখে ভুগে প্রভাবতী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৭২ সালের ১৪ মে।

বাবার বদলির চাকরি ও খুব অল্প বয়সে বিয়ের জন্য স্কুলে গিয়ে পড়া হয়নি প্রভাবতীর। কিন্তু বাবা-মায়ের সাহিত্যচর্চার প্রভাবে খুব ছোট বয়স থেকেই তাঁর লেখালেখি শুরু। শিক্ষাগ্রহণ-সংসারধর্ম কোনও কিছুই তাঁর সাহিত্য রচনায় বাধা সৃষ্টি করতে পারেনি। মাত্র ১১ বছর বয়সেই তাঁর প্রথম কবিতা ‘গুরুবন্দনা’ প্রকাশ পায় তত্ত্বমঞ্জরী পত্রিকায়। আর, প্রথম গল্প ‘টমি’ প্রকাশ পায় অর্চনা পত্রিকায়। ১৯২২ সালে, মাত্র ১৭ বছর বয়সে তিনি রচনা করেন তাঁর প্রথম উপন্যাস ‘অম্বা’। তিনি ‘প্রতীক্ষায়’ উপন্যাসটি লেখেন লামডিঙে থাকাকালীন।

তাঁর রচিত প্রথম ধারাবাহিক উপন্যাস ‘বিজিতা’ প্রকাশিত হয় জলধর সেন সম্পাদিত ভারতবর্ষ পত্রিকায়, ১৯২৩ সালে। 

পরবর্তীকালে এই উপন্যাসটি বাংলা, হিন্দি ও মালয়লম ভাষায় যথাক্রমে ‘ভাঙাগড়া’, ‘ভাবী’ ও ‘কুলদেবম্’ নামে চলচ্চিত্রও হয়। তাঁর আরও একটি উপন্যাস ‘পথের শেষে’ দীর্ঘ দিন অভিনীত হয় নাট্যনিকেতনে, বর্তমানের বিশ্বরূপা থিয়েটারে। ‘বাংলার মেয়ে’ নামে সেই নাটক অভিনীত হয় ১৯৬৪ সালে।

ব্রাহ্ম গালর্স ট্রেনিং কলেজ থেকে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট লাভ করে বেশ কিছু দিন শিক্ষকতা করেন প্রভাবতীদেবী— প্রথমে উত্তর কলকাতার সাবিত্রী স্কুলে ও পরে কলকাতা পুরসভা পরিচালিত বিদ্যালয়ে। সাবিত্রীতে কর্মরত অবস্থায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। কবিগুরুও তাঁকে সাহিত্য রচনাতে যথেষ্ট উৎসাহিত করেন। ‘মাটির দেবতা’ উপন্যাসটি হয়ত সেই উত্সাহেরই ফসল। দেশবন্ধু চিত্তরঞ্জনের উদ্যোগে অবসর গ্রহণ না করা পর্যন্ত পুরসভা স্কুলে শিক্ষকতা করেন তিনি।

খাঁটুরার বঙ্গ বালিকা বিদ্যালয় যখন বিলুপ্তির পথে তখন প্রভাবতী নিজের প্রতিভা ও কর্মদক্ষতায় তাকে খাঁটুরা বালিকা বিদ্যালয় নামে পুনরুজ্জীবিত করে প্রধান শিক্ষিকার দায়িত্বভার গ্রহণ করেন। সমাজসেবা, দেশপ্রেম ও নারী প্রগতিতে তিনি বিশেষ ভাবে উৎসাহী ছিলেন। ওই অঞ্চলে সরোজ নলিনী নারী মঙ্গল সমিতির শাখা কেন্দ্রের সভানেত্রী ছিলেন। ‘বিপ্লবীর স্বপ্ন’ উপন্যাসটি প্রভাবতীর স্বদেশপ্রেমের সাক্ষ্য বহন করে। 

জামশেদপুরের সর্বভারতীয় ‘বেঙ্গলি লিটারারি সোসাইটি’-র সহ কর্ণধারের পদ সামলেছেন প্রভাবতীদেবী, সঙ্গে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে নবদ্বীপের পণ্ডিতসমাজ তাঁকে ‘সরস্বতী’ উপাধি দেন। এ ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘লীলা পুরস্কার’ পান।

গল্প-উপন্যাস মিলিয়ে তিনশোরও বেশি রচনা আছে তাঁর। সামাজিক বিষয় ছিল তাঁর লেখার মূলধন। হিন্দু ধর্মের আদর্শ ও মূল্যবোধও পাওয়া যায় তাঁর লেখায়। সমকালীন বিভিন্ন পত্রিকা যেমন ভারতবর্ষ, কল্লোল, বাঁশরী, সারথী, উপাসনা, উদ্বোধন, সম্মিলন-তে প্রকাশিত হয়েছে তাঁর বহু লেখা। উপন্যাস-গল্প-ছোটদের রচনা ছাড়াও বেশ কিছু গান আছে তাঁর লেখা। উল্লেখযোগ্য কিছু রচনা হল ব্রতচারিণী, মহিয়সী নারী, ব্যথিতা ধরিত্রী, ধূলার ধরণী, বিধবার কথা, সোনার সংসার, স্নেহের মূল্য, সংসার, পথের সাথী, দানের মর্যাদা, মাটির দেবতা, মুখর অতীত, সাগর পারের চিঠি, হারানো স্মৃতি, পাঁকের ফুল ইত্যাদি।

এছাড়া রয়েছে ছোটদের জন্য ‘কৃষ্ণা রোমাঞ্চ সিরিজ’ অন্তর্গত কারাগারে কৃষ্ণা, কৃষ্ণার অভিজ্ঞান, কৃষ্ণার পরিচয়, মায়াবী ও কৃষ্ণা, কষ্ণার জয়যাত্রা, 'শিখা সিরিজ' অন্তর্গত রহস্যময়ী শিখা, শিখার স্বপ্ন, শিখা ও রাজকন্যা ইত্যাদি


কৃতজ্ঞতা - আনন্দবাজার।.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ











































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment