বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়

জন্ম - ৩০শে অক্টোবর, ১৯৫৮                                                                
কলকাতা, প.বঙ্গ, ভারত                                                                                  

বিখ্যাত চরিত্র ঃ টুকলু-জগুমামা



ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (জন্মঃ ৩০ অক্টোবর, ১৯৫৮) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি কলকাতার প্রকাশনা সংস্থা 'পত্র ভারতী'র কর্ণধার এবং কিশোর সাহিত্য পত্রিকা 'কিশোর ভারতী'র সম্পাদক। তিনি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি খ্যাতনামা বাঙালি সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র ও গণিতজ্ঞ অবনীভূষণ চট্টোপাধ্যায় এর পৌত্র। ত্রিদিবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি করেন। ডাকনাম টুটুন। তাঁর সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত 'কিশোর ভারতী' পত্রিকার মাধ্যমে। তাঁর লেখা প্রথম উপন্যাস ছিল 'হাত'। তাঁর প্রথম প্রকাশিত বইয়ের নাম 'ছায়া-মূর্তি'। তিনি কিশোরদের জনপ্রিয় বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র 'জগুমামা'র স্রষ্টা, মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসমূলক সাহিত্যের জন্য পরিচিত। বই লেখার পাশাপাশি প্রচুর সম্পাদনার কাজ করেছেন তিনি।

শিশু ও কিশোর সাহিত্যে অবদানের জন্য ২০০৭ সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। 




তার বিখ্যাত বই গুলির মধ্যে অন্যতম ভৌতিক অলৌকিক, অসি বাজে ঝনঝন, সাবধান সাসপেন্স, ভয়ের আড়ালে ভয়, জগুমামা রহস্য সমগ্র ।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment