বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
জন্ম - ২৭শে মার্চ, ১৯১৭                                                                                মৃত্যু - ৩০শে মে, ১৯৭৬
কলকাতা, ভারত                                                                                                        কলকাতা, ভারত

ছদ্মনাম ঃ কৃত্তিবাস ওঝা

সৃষ্ট চরিত্র ঃ অনুকূল বর্মা


কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় (২৭ মার্চ ১৯১৭ – ৩০ মে ১৯৭৬) (ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ) একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক । তাঁর আদি নিবাস বাঁকুড়ার ঘটকপাড়ায় । তিনি কলকাতায় জন্মগ্রহন করেছিলেন । তাঁর পিতার নাম বসন্তকুমার চট্টোপাধ্যায় । ছোটভাই ছিলেন দার্শনিক– সাহিত্যিক শ্রী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউসান ও প্রেসিডেন্সি কলেজ পড়া শেষ করে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেন। কল্লোল গোষ্ঠীর সূত্রপাত থেকেই ছিলেন এর সঙ্গে । কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন রবীন্দ্র নাথের বিশেষ প্রিয়পাত্র।

তিনি বিএ পরীক্ষায় বাংলায় প্রথম হয়েছিলেন এবং বঙ্কিম পুরস্কার লাভ করেছিলেন । তিনি কবি হিসাবে বিখ্যাত ছিলেন । তিনি ছোটগল্পও লিখতেন । ছোটদের জন্য লেখাতেও তিনি দক্ষ ছিলেন । তিনি ছোটদের জন্য গোয়েন্দা কাহিনী লিখেছিলেন । মূলত তাঁর সৃষ্ট চরিত্র গোয়েন্দা অনুকূল বর্মার জন্য তিনি বিখ্যাত হয়ে থাকবেন। তিনি ছোটদের জন্য ১৯৪৩ - ১৯৪৮ সময়কালের জন্য রংমশাল পত্রিকা সম্পাদনা করেছিলেন ।

তিনি সুধীন্দ্রনাথ দত্তের সহকারী হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রচার বিভাগে কাজ করেছিলেন । মুম্বাই, দিল্লি এবং মস্কোতে তাঁর কর্মজীবন কেটেছিল । তিন বছর মস্কোতে থাকাকালীন তিনি রাশিয়ান বই বাংলাতে অনুবাদ করেছিলেন । তিনি একজন উঁচুদরের ফটোগ্রাফারও ছিলেন ।

তাঁর রচিত উল্লেখযোগ্য বই হল শবরী (১৯৩৭), মৈনাক (১৯৪০), রাজধানীর তন্দ্রা (১৯৪২), শিবির (১৯৪২), একা (১৯৪৮), ছায়ামূর্তি, শ্বেতচক্র, সোনার কপাট, শ্মশানে বসন্ত, ঘনশ্যামের ঘোড়া, পারুলদি (১৯৫০) প্রভৃতি । কৃত্তিবাস ওঝা ছদ্মনামে তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছিল ।


কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment