বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

ষষ্ঠিপদ চট্টোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
জন্ম - ৯ই মার্চ, ১৯৪১                                                                                     
হাওড়া, প.বঙ্গ, ভারত                                                                                         

গোয়েন্দা চরিত্র ঃ পান্ডব গোয়েন্দা

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ২৫ ফাল্গুন, ১৩৪৭ বঙ্গাব্দে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়েস থেকেই সাহিত্যসাধনা শুরু হয় তার। ছোটবেলায় এডভেঞ্চার প্রিয় ছিলেন ও বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন। তার গল্প উপন্যাসে ভ্রমনের ছাপ পাওয়া যায়। বর্তমানে হাওড়ার রামরাজাতলাতে নিজ বাসভবনে থাকেন এই সাহিত্যিক।

১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়'র সাথে যুক্ত হন ষষ্ঠীপদ। তিনি অজস্র রহস্-রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণকাহিনী লিখেছেন। ১৯৮১ সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাকে। এই কাহিনীগুলি কার্টুন চিত্রে ছোটপর্দাতে পরিবেশিত হয়েছে। পান্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জী, গোয়েন্দা তাতারের অভিযান ইত্যাদি সিরিজ রচনা করেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি হীরের চোখ, কাকাহিগড় অভিযান, সেরা রহস্য পঁচিশ, সেরা গোয়েন্দা পঁচিশ, রহস্য রজনীগন্ধার, দেবদাসী তীর্থ, কিংবদন্তীর বিক্রমাদিত্য, পূণ্যতীর্থে ভ্রমন, কেদারনাথ, হিমালয়ের নয় দেবী ইত্যাদির নাম করা যায়। শুধুমাত্র পান্ডব গোয়েন্দার সৃষ্টি কর্তা হিসেবেই তাকে মনে রাখার যথেষ্ট কারন আছে। বর্তমানে তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্যের পর ছুটি সিরিজ সম্পাদনা করছেন।

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ২০১৭ সালে শিশুসাহিত্যে তার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সাহিত্য অকাদেমি পুরষ্কার পেয়েছেন।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ
















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment