বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
সৌরিন সেন
জন্ম - ১৯২৯, ফেব্রুয়ারী ১০ মৃত্যু - ২০১৪,
সৌরীন সেন এর আসল নাম সলিল ভট্টাচার্য। রাজনৈতিক উপন্যাস লেখক হিসেবেই বিশেষ পরিচিতি। গত পঞ্চাশ - ষাট বছরে আফ্রিকা , এশিয়া ও ল্যাটিন আমেরিকার সাম্রাজ্যবাদ ও সরকার বিরােধী আন্দোলন ও সংগ্রামের বহু ঘটনা নিয়ে এক কল্পনাশ্রয়ী সাংবাদিকের ভূমিকায় দুরন্ত , গতিশীল উপন্যাস রচনা করেছেন। নিখুঁত পরিবেশন কৌশল ও কৌতূহল উদ্দীপক বৈশিষ্ট্য পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখে। সৌরীন সেনের লেখার প্রাসঙ্গিকতা ও বিশেষ পাঠকবর্গের মধ্যে জনপ্রিয়তা এত বছরেও অমলিন আছে। গণনাট্য আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্ৰী ৰিজন ভট্টাচার্য লেখকের জ্যেষ্ঠ ভ্রাতা।
‘ নিষিদ্ধ দেশের ঘুম ভাঙছে' তিব্বতের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এক রােমাঞ্চকর উপন্যাস। তিব্বতের উপর এমন কাহিনিভিত্তিক লেখা ইদানীংকালে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ও ভিন্নরকম বিরল রচনা। প্রথম প্রকাশ ১৯৬১।
গহন জঙ্গলাকীর্ণ কঙ্গো।মধ্য আফ্রিকার এই দেশ উপনিবেশীয় মালিকদের অত্যাচার ও লুণ্ঠনে বিধ্বস্ত। স্বাধীনতা লাভের পরও কুটিল কায়েমি স্বার্থের দৃষ্টি এড়ায়নি । প্যাট্রিস লুমুম্বা ( Patrice Lumumba ) এক উদীয়মান ও প্রগতিশীল নেতা। এই স্বার্থান্বেষী অশুভ শক্তির চক্রান্তে তার মৃত্যু হয়। আফ্রিকার এই অঞ্চলের ইতিহাস ও ঘটনাবলি কঙ্গো থেকে ফেরা উপন্যাসে লিপিবদ্ধ হয়েছে । প্রথম প্রকাশ ১৯৬৬ ।
‘ তেতাে কফি ’ প্রথম প্রকাশ ১৯৭০। ল্যাটিন আমেরিকার গণ আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রামের এক তথ্যবহুল উল্লেখযােগ্য রচনা।
কৃতজ্ঞতা -
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment