বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সৌরিন সেন

  বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


সৌরিন সেন



জন্ম -  ১৯২৯, ফেব্রুয়ারী ১০                                                                                                  মৃত্যু - ২০১৪, 
                                                             

সৌরীন সেন এর আসল নাম সলিল ভট্টাচার্য। রাজনৈতিক উপন্যাস লেখক হিসেবেই বিশেষ পরিচিতি। গত পঞ্চাশ - ষাট বছরে আফ্রিকা , এশিয়া ও ল্যাটিন আমেরিকার সাম্রাজ্যবাদ ও সরকার বিরােধী আন্দোলন ও সংগ্রামের বহু ঘটনা নিয়ে এক কল্পনাশ্রয়ী সাংবাদিকের ভূমিকায় দুরন্ত , গতিশীল উপন্যাস রচনা করেছেন। নিখুঁত পরিবেশন কৌশল ও কৌতূহল উদ্দীপক বৈশিষ্ট্য পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখে। সৌরীন সেনের লেখার প্রাসঙ্গিকতা ও বিশেষ পাঠকবর্গের মধ্যে জনপ্রিয়তা এত বছরেও অমলিন আছে। গণনাট্য আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্ৰী ৰিজন ভট্টাচার্য লেখকের জ্যেষ্ঠ ভ্রাতা।

‘ নিষিদ্ধ দেশের ঘুম ভাঙছে' তিব্বতের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এক রােমাঞ্চকর উপন্যাস। তিব্বতের উপর এমন কাহিনিভিত্তিক লেখা ইদানীংকালে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ও ভিন্নরকম বিরল রচনা। প্রথম প্রকাশ ১৯৬১।

গহন জঙ্গলাকীর্ণ কঙ্গো।মধ্য আফ্রিকার এই দেশ উপনিবেশীয় মালিকদের অত্যাচার ও লুণ্ঠনে বিধ্বস্ত। স্বাধীনতা লাভের পরও কুটিল কায়েমি স্বার্থের দৃষ্টি এড়ায়নি । প্যাট্রিস লুমুম্বা ( Patrice Lumumba ) এক উদীয়মান ও প্রগতিশীল নেতা। এই স্বার্থান্বেষী অশুভ শক্তির চক্রান্তে তার মৃত্যু হয়। আফ্রিকার এই অঞ্চলের ইতিহাস ও ঘটনাবলি কঙ্গো থেকে ফেরা উপন্যাসে লিপিবদ্ধ হয়েছে । প্রথম প্রকাশ ১৯৬৬ ।
‘ তেতাে কফি ’ প্রথম প্রকাশ ১৯৭০। ল্যাটিন আমেরিকার গণ আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রামের এক তথ্যবহুল উল্লেখযােগ্য রচনা।



কৃতজ্ঞতা - 

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ
















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment