বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

দিব্যেন্দু পালিত

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

দিব্যেন্দু পালিত

জন্ম - ৫ই মার্চ, ১৮৩৯                                                                           মৃত্যু - ৩রা জানুয়ারি, ২০১৯
ভাগলপুর, বিহার, ভারত                                                                                           কলকাতা, ভারত


১৯৩৯ সালের ৫ মার্চ দিব্যেন্দু পালিতের জন্ম হয় বিহারের ভাগলপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে বিভাগের ছাত্র ছিলেন তিনি। 

পঞ্চাশের দশকে বাংলা কথাসাহিত্যে যাঁরা নজর কেড়েছিলেন, দিব্যেন্দু পালিত তাঁদের মধ্যে অন্যতম।

তিনি তুলনামূলক সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি সেই বিষয়েই এমএ করেন। ১৯৫৫ থেকে উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন। বাংলা ও হিন্দি চলচিত্র ,দূরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে অনেকগুলি কাহিনী। ১৯৫৫ সালে প্রথম গল্প ‘ছন্দপতন’ প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে। প্রথম উপন্যাস ‘সিন্ধু বারোয়াঁ’ গ্রন্থাকারেই প্রকাশিত হয় ১৯৫৯ সালে।

১৯৫৮-য় পিতৃবিয়োগের পর চলে আসেন কলকাতায়। কর্ম জীবন শুরু হয় হিন্দুস্থান স্টান্ডারড-এ-সাব-এডিটর হিসেবে। ১৯৬৫-তে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। সেই সুত্রে দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্লারিয়ন-ম্যাকান আডভারটাইসিং সার্বিসেস, আনন্দ বাজার সংস্থা এবং দ স্টেটসম্যান-এ। 

তাঁর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য সহযোদ্ধা (১৯৮৪), অন্তর্ধান (১৯৮৮), গৃহবন্দি (১৯৯০) প্রভৃতি। গল্পের মধ্যে রয়েছে মুখগুলি, শুক্রে শনি, বৃক্ষ ও অমানুষ প্রভৃতি। দিব্যেন্দুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রাজার বাড়ি অনেক দূর (১৯৭০), আহত অর্জুন (১৯৭৩), কিছু স্মৃতি কিছু অপমান, সিন্ধুবারোয়াঁ, ভেবেছিলাম, মধ্যরাত, প্রণয়চিহ্ন, মুন্নির সঙ্গে কিছুক্ষণ ইত্যাদি।

দিব্যেন্দু পালিত তাঁর সাহিত্যকীর্তির জন্য বহু পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম পুরস্কার লাভ, পেলেন আনন্দ পুরস্কার। দু’ বছর পরে পেলেন ভুয়ালকা পুরস্কার। এর পর ১৯৯০ সালে পান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম স্মৃতি পুরস্কার এবং ১৯৯৮-তে পেলেন সর্বভারতীয় স্বীকৃতি। এল সাহিত্য অকাদেমি পুরস্কার।


নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment