বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
সন্দীপন চট্টোপাধ্যায়
জন্ম - ২৫শে অক্টোবর, ১৯৩৩ মৃত্যু - ১২ই ডিসেম্বর, ২০০৫
হাওড়া, প.বঙ্গ, ভারত কলকাতা, ভারত
সন্দীপন চট্টোপাধ্যায়
জন্ম - ২৫শে অক্টোবর, ১৯৩৩ মৃত্যু - ১২ই ডিসেম্বর, ২০০৫
হাওড়া, প.বঙ্গ, ভারত কলকাতা, ভারত
সন্দীপন চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর ১৯৩৩ - ১২ ডিসেম্বর ২০০৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের 'আভাঁ গার্দ' লেখকগোষ্ঠীর অন্যতম। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাঁর স্বকীয় গদ্যভাষা ও নন ন্যারেটিভ কাহিনি বলার স্টাইল, তাঁকে আধুনিক বাংলা সাহিত্যিকদের মধ্যে বিশিষ্ট করে রেখেছে। তাঁর সম সময়ের বিখ্যাত সাহিত্যিকরা যখন পপুলার সাহিত্য রচনার নিশ্চিত পথে হেঁটে খ্যাতি অর্জন করেছেন। সে সময় সন্দীপন তাঁর বিকল্পের খোঁজ জারি রেখেছিলেন । সন্দীপন চট্টোপাধ্যায় লিখতে চেয়েছেন এমন এক ভাষায়, যা পদ্যের খুব কাছাকাছি। যেন. পদ্য থেকেই গদ্যের ওই ভাষা উঠে এসেছে।
বড় কাগজের লেখক হিসেবে কখনো খ্যাত হননি। জীবৎকালেই আখ্যাত হয়েছেন 'লিটল ম্যাগাজিনের প্রিন্স' হিসেবে। সমকালীনরা বলতেন 'বাংলা ভাষায় উৎকৃষ্ট ফরাসি লেখেন'। এসব অভিধায় তিনি ভূষিত হয়েছেন একমাত্র ভাষার কল্যানে। বাংলা গদ্যের প্রবাহমান ন্যারেটিভকে ভেঙ্গে তছনছ করে দিয়েছেন তিনি।
লেখালেখীর জগতে তিনি গল্প লিখেছেন ৭০টি, উপন্যাস ২১টি, এছাড়াও লিখেছেন অসংখ্য নিবন্ধ। একই সঙ্গে লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬), স্বর্গের নিজর্ন উপকূলে, বুলবুলিতে ধান খেয়েছে, আমি ও বনবিহারী ইত্যাদি।
তিনি ১৯৯৫ সালে বঙ্কিম পুরস্কার ও আমি ও বনবিহারী বইখানির জন্য ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment