বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
অশোক মিত্র
জন্ম - ১৭ই ফেব্রুয়ারী, ১৯১৭ মৃত্যু - ৯ই জুলাই, ১৯৯৯
পান্ডূয়া, হুগলী, প.বঙ্গ, ভারত কলকাতা, ভারত
অশোক মিত্র
পান্ডূয়া, হুগলী, প.বঙ্গ, ভারত কলকাতা, ভারত
জন্ম ১৭ই ফেব্রুয়ারি, ১৯১৭ চাকলাই পান্ডুয়ায় (হুগলি)। ১৯৩২ এ ম্যাট্রিকুলেশন তারপর প্রেসিডেন্সি কলেজ এবং পরে অক্সফোর্ডের মর্টন কলেজ। ১৯৪০এ আই. সি. এস।
দক্ষ প্রশাসক, গবেষক, সমাজবিজ্ঞানী, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক এবং সমালোচক অশোক মিত্রকে ‘Father of Indian Census’ বলেও মনে করা হয়। মূলতঃ তাঁরই উদ্যোগে বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া ও বিষ্ণুপুরের বালুচরি শাড়ি পুনরুজ্জীবিত হয়। কর্মসূত্রে অশোক মিত্রের জীবনে সুনাম ও সম্মানের ঝুলি উপছে পড়েছে তাঁর নিষ্ঠা, মনন এবং গবেষণামূলক কাজের জন্য।
১৯৫৬ সালে লেখা ‘ভারতের চিত্রকলা’ বইটি ভারতের আঞ্চলিক ভাষায় এই ধরণের কাজের প্রথম নিদর্শন বলে মনে করা হয়। তিনি অনুবাদ করেছেন ‘চতুরঙ্গ’, কমলকুমারের ‘গোলাপসুন্দরী’, সমর সেনের ‘বাবু বৃত্তান্ত’ এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনা হ’ল ‘ছবি কাকে বলে’, ‘পশ্চিম ইউরোপের চিত্রকলা’, ‘বাংলার পূজাপার্বণ ও মেলা’, নাস্তিকতার বাইরে। লিখেছেন আত্মজীবনিমূলক গ্রন্থ, ‘তিন কুড়ি দশ’ ।
রবীন্দ্র পুরস্কারে ভূষিত অশোক মিত্রের জীবনাবসান হয় ৯ই জুলাই ১৯৯৯।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment