বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

আব্দুল জব্বার

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

আব্দুল জব্বার
জন্ম -                                                                                                   মৃত্যু - ২৯শে অক্টোবর, ২০০৯
                                                                                                                     বজবজ, কলকাতা, ভারত
"মেয়েরা পদ্মফুলের মতো পূজোর জিনিস"।


তাঁর বাড়ি ছিল বজবজের দিকে সাতগাছিয়া গ্রামে। সেখান থেকে বাস ও ট্রেনের ভিড় ঠেঙিয়ে তিনি মাসে অন্তত একবার কলকাতা আসতেন, কোন কোন মাসে একাধিকবার। তিনি দু'টি বাংলা মাসিক পত্রে নিয়মিত ফিচার লিখতেন, বিনিময়ে পেতেন ওই সামান্য ক'টি টাকা আর এই টাকা সংগ্রহের বা এই টাকার তাগাদা দেবার জন্য তাঁকে নিয়মিত আসতে হত কলকাতায়। সামান্য গোটা পাঁচেক টাকা বাস ভাড়া বাঁচাতে তিনি শিয়ালদা পর্যন্ত হেঁটেই যেতেন। তিনি লাঙল দিয়ে জমি চষেন, মাটির ঘরের খড়ের চালে উঠে ঘরামির কাজও করেন। জীবন জীবিকা ও দেশের মাটির সঙ্গে এমন সম্পৃক্ত না হলে 'বাংলার চালচিত্র' লেখা যায় না। সারাজীবন অত্যন্ত দারিদ্রের সাথে লড়াই করে গেলেও নিজের শেকড়ের টানে রাজ্য সরকারের প্রস্তাবিত ফ্লাট না নিয়ে নিজের গ্রামেই থেকে গিয়েছিলেন।

শরৎচন্দ্র বা বিভূতিভূষণের মতো কালজয়ী লেখক মাটির কাছাকাছি অবস্থান করলে এবং তাদের লেখনীতে সাধারন মানুষের প্রকৃত রূপ ফুটে উঠলেঈ আব্দুল জব্বারের ভাষা ছিল একেবারে গ্রামবাংলার মনের ভাষা, মুখের ভাষা। এভাবেও যে সাহিত্য রচনা হয়, বা যে অসাধরন লেখনী তিনি তুলে ধরেছেন তাঁর বিভিন্ন রচনা তা এক কথায় অনন্য। তাঁর লেখার বিশেষত্ব তীক্ষ্ণ বিশ্লেষণ। 

তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে বাংলার চালচিত্র, বাংলার জলছবি, বাংলার নৈবদ্য, ইলিশ মারির চর, আপনজন, অশান্ত ঝিলম, অলৌকিক প্রেমকথা, মোগল প্রেমকথা প্রভৃতি।

২০০৯ সালের ২৯শে অক্টোবর নিজ বাসবভনে দীর্ঘ রোগভোগে তিনি পরলোকগমন করেন।



কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ














































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment