বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
চানক্য সেন
জন্ম - , ১৯২২ মৃত্যু - ১৮ই জানুয়ারী, ২০১১
কলকাতা, ভারত
চানক্য সেন
জন্ম - , ১৯২২ মৃত্যু - ১৮ই জানুয়ারী, ২০১১
কলকাতা, ভারত
মূল নাম ঃ ভবানী সেনগুপ্ত।
বিখ্যাত লেখক চানক্য সেনের প্রকৃত নাম ভবানী সেনগুপ্ত। একাধারে রাজনৈতিক বিশ্লেষক, লেখক চানক্য সেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের OSD হিসেবেও কিছুদিন কাজ করেছেন। আন্তর্জাতিক বিষয়ক, বিশেষ করে আফগানিস্থান, সোভিয়েত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দো-আমেরিকা সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অগাধ।
তাঁর বিখ্যাত বই গুলির মধ্যে আছে রাজপথ জনপথ, মুখ্যমন্ত্রী, বিশ্ব বিন্যাস, ধীরে বহে নীল, গেরিলা, কালের ইতিহাস, মধ্য পঞ্চাশ, পিতা পুত্রকে, পুত্র পিতাকে, সে নহি সে নহি, তিন সারি লক্ষীর পা ইত্যাদি।
৮৯ বছর বয়সে ২০১১ সালের ১৮ই জানুয়ারী তিনি পরলোকগমন করেন।
কৃতজ্ঞতা - .
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment