বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
কবিতা সিংহ
কবিতা সিংহ
জন্ম - ১৬ই অক্টোবর, ১৯৩১ মৃত্যু - ১৫ই অক্টোবর, ১৯৯৮
ভবানীপুর, কলকাতা, ভারত বোস্টন, আমেরিকা
ছদ্মনাম - সুলতানা চৌধুরী
কবিতা এবং আমি দুই যুযুধান পাঁয়তারা
ত্লীক্ষ্ন ফলা আগু পিছু,সাপের জিভের স্রিকস্রিক।
কাগজের দলা জমছে বেতের বাস্কেটে ধিক ধিক?
***********************************
কি আনন্দ লক্ষ্যভেদ, কবিতা হে ভিতরে কোথাও
ওল্টালো মধুর ভাঁড়, অমৃত হে, খাও খাও-
এবার সাবাস বলে হেসে উঠি দুজনে দুজন
মৃত্যু নয়, বাঁচা নয় লক্ষ্যভেদ, সর্ত ছিল রণ।
কবি কবিতা সিংহ, বাংলায় নারীবাদী রচনার অন্যতম স্রষ্টা। তিনি কবিতার সাথে সাথে ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন।
কবিতা সিংহ জন্মগ্রহণ করেন ১৯৩১ সালের ১৬ অক্টোবর, কলকাতার ভবানীপুরে। ছয় সাত বছর বয়স থেকেই তিনি লিখতে শুরু করেন। তাঁর থেকে মাত্র পনের বছরের বড়, তাঁর মা অন্নপূর্ণা সিংহকে কবিতা লেখতে দেখতেন তিনি। মাকে দেখেই তাঁর ছবি আকতে শেখা। কিন্তু মায়ের মতো পিয়ানো এবং অর্গান বাজাতে শেখেননি তিনি। বাবা শৈলেন্দ্র সিংহ সেতার বাজাতেন। ষোলো বছর বয়স পর্যন্ত তিনি নাচ শিখেছিলেন। মাত্র কুড়ি বছর বয়সে বাড়ির অমতে সহপাঠী গল্পকার-নাট্যকার-কবি বিমল রায়চৌধুরীকে বিবাহ করেন কবিতা। বাড়ির অমতে বিবাহ করায় দুজনকে পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে কঠিন সংগ্রাম করে ঠিকে থাকতে হয়েছে। অমৃতবাজার পত্রিকায় কলমচি হিসাবে কর্মজীবন শুরু করেন। "অ্যাজ আই সি" এই শিরোনামে লিখতেন। প্রচুর টিউশনি করেছেন। কিছুকাল শিক্ষকতা করেছেন।
মূলত কবিতা রচনার মধ্য দিয়েই তিনি নিজের কবিসত্তার প্রকাশ ঘটান। প্রথম ইংরেজী কবিতা প্রকাশিত হয় ১৯৪৬ সালে পনের বছর বয়সে নেশনস পত্রিকায়।
আমিই প্রথম।
জ্ঞানবৃক্ষ ছুঁয়েছিলাম আমিই প্রথম
আমিই প্রথম
লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমিই
আমিই প্রথম।
আমিই প্রথম
ডুমুর পাতায় লজ্জা এবং নিলাজতায়
আকাশ পাতাল তফাৎ করে দেওয়াল তুলে দিয়েছিলাম
আমিই প্রথম।
(ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ )
তাঁর কাব্যগ্রন্থগুলি হল সহজ সুন্দরী (১৯৬৫), কবিতা পরমেশ্বরী (১৯৭৬), হরিনাবৈরী (১৯৮৩)। কবিতা ছাড়াও তিনি বহু ছোটো গল্প ও উপন্যাস রচনা করেছেন। তার রচিত উপন্যাসগুলির মধ্যে রয়েছে সোনারুপোর কাঠি (১৯৫৬), পাপ পূন্য পেরিয়ে (১৯৬৪), চারজন রাগী যুবতী (১৯৭৩), নায়িকা প্রতিনায়িকা (১৯৭৯) মোমের তাজমহল, পৌরুষ, একটি খারাপ মেয়ের কাহিনী প্রভৃতি। ছোটোদের জন্যও তিনি বেশ কিছু সুন্দর লেখা লিখেছেন। তাঁর মধ্যে অন্যতম চার পলাতকের কাহিনী।
তিনি সুলতানা চৌধুরী ছদ্মনামেও কিছু লেখা লিখেছেন। শুধুমাত্র কবি হিসেবেই যে তাঁর খ্যাতি ছিল তা নয়, তিনি আকাশবানী কলকাতা কেন্দ্রে বাংলা কথিকা বিভাগের সহকারী প্রযোজিকা হিসেবে যোগ দেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। অবশেষে ১৯৯৮ সালে তিনি পরলোকগমন করেন।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment