বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
মঞ্জিল সেন
জন্ম - , ১৯২৬ মৃত্যু - ১৬ই ডিসেম্বর, ২০১৬
বিক্রমপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
মঞ্জিল সেন
জন্ম - , ১৯২৬ মৃত্যু - ১৬ই ডিসেম্বর, ২০১৬
বিক্রমপুর, বাংলাদেশ কলকাতা, ভারত
১৯২৬-এ তৎকালীন পূর্ব পাকিস্থানের (বর্তমান বাংলাদেশ) ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায় জন্ম মঞ্জিল সেনের। শৈশবের রহস্য-রোমাঞ্চ গল্প প্রীতি তাঁর সৃষ্টিতেও প্রভাব ফেলেছিল। সব ধরনের গল্প-উপন্যাস লিখলেও জনপ্রিয় ছিলেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্প লেখক হিসেবে। বক্সিং ছিল তাঁর প্রিয় খেলা। অল বেঙ্গল ইন্টার কলেজ ভারোত্তলন ও বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। সন্দেশ, শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা সহ ছোটোদের প্রায় সব পত্রিকাতেই তিনি লেখেছেন অসংখ্য গল্প, উপন্যাস। শুধু ছোটোদের পত্রপত্রিকা নয়, বড়োদের জন্যও লিখেছেন মঞ্জিল সেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০ এর বেশি।
তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে ভৌতিক অমনিবাস, গোরাচাঁদ, চিতার থাবা, অভিশপ্ত গুপ্তধন, ছোটোদের রহস্য রোমাঞ্চ, নিষ্ঠুর নিয়তি, শালবনে আতঙ্ক, বিশ্বের রোমাঞ্চকর কাহিনী প্রভৃতি।
১৯৯০-৯১-এ গোরাচাঁদ উপন্যাসের জন্য পুরস্কৃত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। এ ছাড়াও পেয়েছেন শিশু সাহিত্য পরিষদ প্রদত্ত ভুবনেশ্বরী পদক ও ফটিক স্মৃতি পদক, CBT আয়োজিত সারা ভারত বাংলা শিশু সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার, শৈব্যা প্রকাশনীর পুরস্কার। ২০১২তে পশ্চিমবঙ্গ সরকার মঞ্জিল সেনকে সমগ্র সাহিত্য জীবনের স্বীকৃতি হিসেবে প্রদান করেছিল বিদ্যাসাগর পুরস্কার।
লেখকের জীবনাবসান হয় ১৬ই ডিসেম্বর শুক্রবার ২০১৬ ।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
No comments:
Post a Comment