বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Thursday, 21 July 2016

সুবোধ কুমার চক্রবর্তীর রম্যানী বীক্ষ্য

সুবোধ কুমার চক্রবর্তীর লেখা এই ভ্রমণ কাহিনী সিরিজ রম্যাণি বীক্ষ্য বাংলা ভ্রমণ সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রম্যাণি বীক্ষ্য  নামটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের একটি শ্লোকের প্রথমাংশ। রবীন্দ্রনাথ এর অনুবাদ করেছেন 'সুন্দর নেহারি' - এই গ্রন্থ গুলিতে একদিকে ভারতের বিভিন্ন প্রান্তের যেখানে যা কিছু মনোরম দ্রষ্টব্য স্থান আছে, সাবলীল ভাষায় তার পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক সহ ভ্রমন রসসিক্ত এক ধারাবাহিক উপন্যাস - যেখানে চরিত্র গুলির (স্বাতী-গোপাল) পরিচয়, সম্পর্কের টানাপোড়েন ও পরিণতি লাভ । 

7 comments:

  1. দারুণ দারুণ :-)
    ২১ নম্বর- কিস্কিন্ধ্যা কান্ডটা নেই ? ডাউনলোড blank দেখাচ্ছে

    ReplyDelete
  2. Kiskindha Parva has no media link.

    ReplyDelete
  3. 21 নং কিস্কিন্ধ্যা কান্ড কারো কাছে থাকলে জানাবেন। এটি দিতে পারলে সিরিজটা সম্পূর্ণ হয়।

    ReplyDelete
  4. 21 নং কিস্কিন্ধ্যা কান্ড কারো কাছে থাকলে জানাবেন। এটি দিতে পারলে সিরিজটা সম্পূর্ণ হয়।

    ReplyDelete
  5. https://drive.google.com/file/d/1LVkR13UgMzhaL4n8ZcmDM2zjO883xY7r/view

    ReplyDelete
    Replies
    1. দারুন। কিন্তু স্ক্যান করে দিতে পারলে খুব ভালো হতো। ভবিষ্যতে মেইল করবেন।

      Delete