সোসালিজম ও ক্যাপিটালিজম এর যে খারাপ দিকগুলি আছে তা দূর করা সম্ভব একমাত্র যদি কো-অপারেটিভিজম ঠিক ভাবে লাগু করা যায়।
কিন্তু আজ শতবর্ষ পরেও এর সদুপ্রয়োগ হলো না। এই পোস্টের মাধ্যমে সবাইকে
কো-অপারেটিভ সম্পর্কে কিছু ধারনা দেবার জন্য দুর্দান্ত বই নিয়ে এলাম।
আলোচনায় অংশগ্রহণ করলে খুশি হব।
ডাউনলোড - সমবায় আন্দোলনে আচার্য প্রফুল্লচন্দ্র
ধন্যবাদ প্রাপ্য শ্রী হরিপদ বর্মনকে, এই বই গুলি স্ক্যান করে সাহায্য করার জন্য।
ধন্যবাদ প্রাপ্য শ্রী হরিপদ বর্মনকে, এই বই গুলি স্ক্যান করে সাহায্য করার জন্য।
বইদুটি অসাধারণ স্নদেহ নেই। কিন্তু সমবায় আমার অনেকক্ষেত্রেই ভাববাদী বিলাস মনে হয় ।কারণ প্রাথমিক যে বৃহৎ পুঁজি তা সমবায়ে কতটা গঠন করা যাবে তাতে আমার অভিজ্ঞতাজনিত নেতিবাচক অনুভূতি আছে।
ReplyDeleteআসলে বাংলা তথা পূর্ব ভারতে সমবায়কে এমনই মনে হয়। কিন্তু দক্ষিণ ভারত, রাজস্থান, গুজরাত প্রভৃতি জায়গায় অনেক সফল। নেতারা ওখানে সমবায় থেকেই ওঠেন। পরে বিক্ষাত হয়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও সমবায়ের সভাপতি ছিলেন। এখানে নেতারা সমবায়ে ঢুকে এর ক্ষতি করছেন। আমি এমন অনেক সমবায় দেখেছি, যেখানে সমবায়ের অধিনে সম্পুর্ন শহর (ওয়ার্না), তাতে বাজার, হসপিটাল, স্কুল-কলেজ সব আছে। এমন সমবায় দেখেছি, যেখানে নতুন টেকনলজি ভারতে প্রথম নিয়ে আসছে, বা কোথাও সকল কর্মচারী রোজ সকালে সমবায় শপথ নিয়ে কাজ শুরু করেন। মন্দিরের মত শ্রদ্ধা করেন।
Deleteদুটি বইতেই এক লিঙ্ক রয়েছে যে
ReplyDeleteদুঃখিত। ঠিকে করে দেওয়া হয়েছে।
Delete