আমরা এই পোস্টে নিয়ে আসব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদার নানা কাহিনী
এই বইটি স্ক্যান করে পাঠিয়েছেন একজন প্রাক্তন বিজ্ঞানী, যিনি বয়সের ভারে নুয়ে পড়তে চান না, শত অসুস্থতা স্বত্ত্বেও, চোখের ছানি অপারেশন করেই বসে পড়েছেন স্ক্যান করতে। শুধুমাত্র কিছু করে আমাদের সাথী হতে। অথচ তিনি নিজের নাম দিতে চান না।
আমরা গর্বিত এমন লোকেদের আমাদের সাথী হিসেবে পেয়ে। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল এনাদের জন্য।
অসাধারণ সব বই যারা কষ্ট করে স্ক্যান করছেন এবং এই সাইটের পেছনের মানুষগুলো যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সময় ভ্রমণ করতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ReplyDelete