লেখক থাকতেন ডি ১৮, সি.আই.টি. বিল্ডিং, সিংহী বাগান, কলকাতা এই ঠিকানায়। তিনি বড়দের জন্য কিছু রচনা সৃষ্টি করে থাকলেও অমর হয়ে থাকবেন বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে ছোটদের জন্য সৃষ্ট অ্যাডভেঞ্চার কাহিনীর জন্য। তাঁর সৃষ্ট কাহিনী গুলির মধ্যে উল্লেখযোগ্য রক্তমাখা গুপ্তধন, আধার রাতের প্রহরী, সোনালী দিনের পাখিরা, সুন্দর বনের শয়তান ইত্যাদী।
আমার উদ্দ্যেশ্য ব্যবসায়িক নয়। শুধুই বৃহত্তর পাঠকের কাছে বই পড়ার অভ্যেস ধরে রাখা। কোনো বই ভালো লাগলে কিনতে অনুরোধ করব।
বিশেষ ঘোষণা
সুজিত কুমার সেনগুপ্ত
লেখক থাকতেন ডি ১৮, সি.আই.টি. বিল্ডিং, সিংহী বাগান, কলকাতা এই ঠিকানায়। তিনি বড়দের জন্য কিছু রচনা সৃষ্টি করে থাকলেও অমর হয়ে থাকবেন বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে ছোটদের জন্য সৃষ্ট অ্যাডভেঞ্চার কাহিনীর জন্য। তাঁর সৃষ্ট কাহিনী গুলির মধ্যে উল্লেখযোগ্য রক্তমাখা গুপ্তধন, আধার রাতের প্রহরী, সোনালী দিনের পাখিরা, সুন্দর বনের শয়তান ইত্যাদী।
Subscribe to:
Posts (Atom)
রক্তমাখা গুপ্তধন বইটি অনেক আগেই পড়েছি। খুব একটা ভালো লাগেনি।
ReplyDelete