বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সুজিত কুমার সেনগুপ্ত

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সুজিত কুমার সেনগুপ্ত
জন্ম -                                                                                                          মৃত্যু -  
                                                                      


আমাদের কাছে লেখক সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য নেই। যদি আপনারা কেউ কোনো তথ্য পান সূত্র সহ জানাবেন। আমরা কোনো আপডেট থাকলে এই পেজ এডিট করে দেব।

লেখক থাকতেন ডি ১৮, সি.আই.টি. বিল্ডিং, সিংহী বাগান, কলকাতা এই ঠিকানায়। তিনি বড়দের জন্য কিছু রচনা সৃষ্টি করে থাকলেও অমর হয়ে থাকবেন বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে ছোটদের জন্য সৃষ্ট অ্যাডভেঞ্চার কাহিনীর জন্য।  তাঁর সৃষ্ট কাহিনী গুলির মধ্যে উল্লেখযোগ্য রক্তমাখা গুপ্তধন, আধার রাতের প্রহরী, সোনালী দিনের পাখিরা, সুন্দর বনের শয়তান  ইত্যাদী।




কৃতজ্ঞতা - 

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment:

  1. রক্তমাখা গুপ্তধন বইটি অনেক আগেই পড়েছি। খুব একটা ভালো লাগেনি।

    ReplyDelete