কিন্নর রায় বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা লেখক। নকশাল আদর্শে অনুপ্রাণিত হয়ে একসময়ে জেলও খাটেন। পরবর্তীতে জেল থেকে ছাড়া পেয়ে তিনি একসময় যুগান্তর পত্রিকায় কাজ করতেন। তাছাড়া কিছুদিন পাক্ষিক প্রতিক্ষণ ও মহানগর পত্রিকাতে কাজ করলে পরবর্তীতে পুরো সময়ের লেখক হিসেবেই নিজেকে দেখতে চান। যদিও নানা ছোটো পত্রিকা ও লিটল ম্যাগাজিনেই তাঁর লেখা বেশি প্রকাশিত হয়েছে। আদর্শগত কারনে আনন্দবাজার গোষ্ঠির নানা অফার তিনি ফিরিয়ে দিয়েছেন।
বড় কোনো পাবলিশিং হাউসের প্রচারের সুযোগ না পেলেও এবং আর্থিক ভাবে স্ত্রীর চাকুরির উপর নির্ভর করলেও তাঁর স্থান বাংলা সাহিত্যে এক বিশেষ জায়গায় থাকবে। ১০০র ওপর বই প্রকাশিত হয়েছে। তাঁর বিখ্যাত বই গুলির মধ্যে রয়েছে স্বপ্নপুরন, সুরসুন্দরী, সেরা কল্পবিজ্ঞানী, সোনার মাছি, ম্যালোরির কুঠার, আলেকজান্ডারের বর্শা প্রভৃতি।
কোন বইই লেখকের এখানে দেখা যাচ্ছে না। শুধু শুধু সময় নষ্ট!
ReplyDeleteঠিকই বলেছেন। আমরাও শুধু শুধু সময় নষ্ট করে আপনাদের জন্য বই স্ক্যান এডিট করে দেই।
ReplyDeleteএই লেখকের বই এখনো পোস্ট করা হয়নি সময়ের অভাবে। কিন্তু ওনার নামে পেজটা বানিয়ে রেখেছি। ভবিষ্যতে নিশ্চয় আসবে।
কিন্তু আপনি আপনার অমূল্য সময় এখানে নাই বা নষ্ট করলেন।