বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

বিক্রমাদিত্য

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

বিক্রমাদিত্য (অশোক গুপ্ত)
জন্ম - ১৯২৪                                                                                        মৃত্যু - ৫ই ফেব্রুয়ারী, ১৯৯৫


অশোক গুপ্ত (জন্ম: ১৯২৪ - মৃত্যু: ৫ ফেব্রুয়ারি ১৯৯৫) বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক । তিনি বিক্রমাদিত্য ছদ্মনামে বই লিখতেন । অশোক গুপ্ত ঢাকায় পড়াশোনা করেছেন । কিছুদিন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় সাংবাদিকতা করেছেন । তারপর ফরেন সার্ভিস পাস করে চাকরিতে যোগ দেন । অবসর গ্রহণের সময় প্যারিসের দূতাবাসে কর্মরত ছিলেন । তাঁর রচিত কয়েকটি গ্রন্থ : গ্রেট গ্যাম্বলার, ইনফরমার, মাকড়সার জাল, মার্ডার অ্যাট মিড নাইট, অপারেশন সার্চ লাইট, বেইমান, ডেডবডি, স্পাই, স্মাগলার, সিক্রেট এজেন্ট, স্পাই গেম, ব্যাংক রবারি, কল গার্ল স্পাই, দূতাবাসের ইতিকথা, স্বাধীনতার অজানা কথা ছোটদের জন্য তাঁর কয়েকটি গ্রন্থ: ফতেনগরের লড়াই, অডিসিয়াস প্রভৃতি।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ



































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

2 comments: