বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সঙ্কর্ষন রায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সঙ্কর্ষন রায়
জন্ম - , ১৯২৮                                                                                 মৃত্যু - ২৩শে ফেব্রুয়ারী, ২০১৭
                                                                                                                                     কলকাতা, ভারত

সৃষ্ট চরিত্র - ভূবিজ্ঞানী গোয়েন্দা সুবীর।

সঙ্কর্ষণ রায় পেশায় ছিলেন ভূবিজ্ঞানী, কিন্তু নেশায় পুরোদস্তুর সাহিত্যিক। জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তা পদ থেকে অবসর নেওয়ার পর পশ্চিমবঙ্গের খনিজভিত্তিক শিল্পায়নের কাজে যেমন যুক্ত ছিলেন, তেমনই ভূবিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সরস, আকর্ষক করে পেশ করার কাজেও তাঁর জুড়ি মেলা ভার ছিল। প্রবন্ধকে গল্পের ছলে পেশ করে তার নাম দেন ‘প্রগল্প’। শুধু মাটি আর খনিজ নয়, মাটির নীচের সেই সম্পদকে কেন্দ্র করে যে আরণ্যক জীবন, সঙ্কর্ষণ রায়ের কলম বেয়ে সেই মানুষ ও পশুপাখির কথাও প্রবেশ করেছিল বাংলা সাহিত্যে। ভূতাত্ত্বিকের চোখে পশ্চিমবাংলা বইটির জন্য ১৯৮৩ সালে পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার।

ছোটদের জন্যও বেশ কিছু আকর্ষনীয় রচনা তিনি সৃষ্টি করে গিয়েছেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ভূবিজ্ঞানী সুবীর রায়। বাংলা ও ছোটনাগপুর অঞ্চল ছিল তাঁর বিশেষ পরিচিত। সেই জ্ঞান তিনি তাঁর নানা গল্পে ব্যবহার করেছেন। তাঁর রচিত গ্রন্থ গুলির মধ্যে আচে, আফ্রিকার বন্য প্রানী, অষ্টভূজা রহস্য, বজ্য মানিক রহস্য, রক্ত প্রবাল, ইউরেনিয়াম রহস্য, শুন্য, অগ্নি দিনের অনামা সৈনিক, ভূবিজ্ঞানীর ডায়েরি, পাতালের ঐশর্য, ভূতাত্ত্বিকের চোখে বিশ্বপ্রকৃতি প্রভৃতি।

 ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি।

কৃতজ্ঞতা - আনন্দবাজার.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment:

  1. অগ্নিদিনের অনামা সৈনিক - সঙ্কর্ষণ রায়
    এই বই লাগবে

    ReplyDelete