বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

কিরো

   বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


কিরো

জন্ম -  ১৮৬৬, নভেম্বর ১                              মৃত্যু -  ১৯৩৬, অক্টোবর ৮ 

কিরোর নাম পৃথিবীর অধিকাংশ শিক্ষিত ব্যাক্তি অল্প বিস্তর জানেন হস্তরেখাবিশারদ হিসেবে। কিরোর হাত দেখার উপর অনেক বই আছে যা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। 

তাঁর আসল নাম ছিল কাউন্ট লুই হ্যামন, কিরো তাঁর ছদ্মনাম। কথাটি গ্রীক শব্দ 'Cheiro' থেকে উদ্ভুত, অর্থ হস্ত।

বিশ্বের বিভিন্ন দেশে জ্যোতিষ শাস্ত্রর যতার্থতা নিয়ে নানা প্রশ্ন-উত্তরের ঝড় সৃষ্টি করেন। তিনি ভারতবর্ষ ও মিশর থেকে জ্যোতিষ শাস্ত্রের বিরাট জ্ঞান অর্জন করেছিলেন। পাশ্চাত্যে এইসব পন্ডিতদের মধ্যে জ্ঞানের কোহিনুর হলেন কিরো। আমেরিকায় যখন পা দিলেন, তখন একটি বিখ্যাত আমেরিকান সংবাদপত্র তাঁর সামনে চারটে হাতের ছাপ উপস্থিত করলেন। বলা হলো চারটি হাতের ছাপ সম্পর্কে বলতে পারলে আমেরিকায় তাঁর খ্যাতি / প্রতিষ্ঠা হবে। না বলতে পারলে পরের জাহাজেই তাকে ইংলন্ডে ফেরত পাঠানো হবে। তিনি চ্যালেঞ্জ গ্রহন করেন। তিনি একে একে প্রথম তিন জনের পেশা, জীবনের উন্নতি-অবনতি সম্পর্কে বিস্তৃত বলেন। চতুর্থ জন সম্পর্কে বলেন, ইনি একজন ডাক্তার ও বিরাট ক্রিমিনাল। ধরা পড়ে জেলে যাবেন, ফাসির হুকুম হলেও ফাঁসি হবে না। জেলেই মৃত্যু হবে। শেষ পর্যন্ত তাই হয়। একবার মাতাহারির হাত দেখে বললেন, তুমি অবিলম্বে এই পেশা ত্যাগ কর, না হলে তোমার মৃত্যু অবধারিত। মাতাহারি বলেন আমার অন্য কোনো উপায় নেই। সকলেই জানেন যে মাতাহারি ধরা পড়েন ও তাঁর মৃত্যুদন্ড হয়। একবার পারস্যের শাহ ফ্রান্সে এলে  তাকে বলেন সময় খুব খারাপ, হয়ত দেশে বিদ্রোহ শুরু হয়েছে। সত্যি তাই হয়। একবার এক বন্ধুকে হাত দেখে বললেন, প্রাত্যঃ ভ্রমন ত্যাগ কর। কোনো চতুস্পদ জন্তুর দ্বারা তাঁর মৃত্যু হবে। বন্ধু মেনে নিয়ে প্রাত্যঃ ভ্রমন ত্যাগ করেন। অনেক পরে তিনি বিদেশ গিয়ে প্রাত ভ্রমণ করতে বের হন ও একটি ঘোড়ার গাড়ির ঘোড়া লাগাম ছিড়ে তাকে লাথি মারেন ও তা মৃত্যু হয়।

কাউন্ট হ্যামন পৃথিবীর বহু দেশ পরিভ্রমণ করেছিলেন, বহু বিচিত্র অভিজ্ঞতা তাঁর হয়েছিল। 

কিরোর হস্তরেখার বই এর মতো তাঁর কথিত ভৌতিক কাহিনীগুলি কিন্তু তেমন সুপরিচিত নয়। গল্পগুলি অবশ্য সবই তাঁর সেই গনৎকার জীবনের সঙ্গে জড়িত। হাত দেখার সূত্রেই তিনি এই সব অলৌকিক কাহিনীর বর্ণনা করেছিলেন। 'সাইকিক বুক ক্লাব' তাঁর কতক গুলি কাহিনী নিয়ে "True Ghosh Stories" নামে প্রকাশ করে।


নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ














































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com  

No comments:

Post a Comment