বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Thursday, 23 June 2022

কিরো রচিত নানা ভৌতিক রচনা সম্ভার

   এই পোস্টে নিয়ে আসব

কিরো / জয়দেব রায় রচিত নানা ভৌতিক রচনা সম্ভার

আমাদের সহযোগী অভিষেক দে একের পর এক দুর্দান্ত সব বই স্ক্যান করে আমাদের সমৃদ্ধ করে চলেছেন।




5 comments:

  1. এই বিষয়ে আমার আগ্রহ আছে এবং kiro r লেখা বই জেনে আরো শিহরিত holam
    Dhonyobad

    ReplyDelete
  2. নমস্কার আমি Ranadeb sarkar, বাড়ি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, আমি এই গল্পটা বই টা আমি শেষ পড়েছিলাম 1998 সালে। তারপর আজ 2024 সালের 16 অক্টোবর পড়ছি। ধন্যবাদ এটাকে এখানে আপলোড করার জন্য। অনেক খোজার পর এখানে পেয়েছি।আমার ছেলে বেলাকে ফিরিয়ে দিলেন। আমি হয়ত জীবনে আর এখানে কমেন্ট করব না। কিন্তু আমার কমেন্ট টি এখানে চিরকালের জন্য থেকে যাবে।

    ReplyDelete
  3. এই গল্পটা বই টা আমি শেষ পড়েছিলাম 1998 সালে। তারপর আজ 2024 সালের 16 অক্টোবর পড়ছি। ধন্যবাদ এটাকে এখানে আপলোড করার জন্য। অনেক খোজার পর এখানে পেয়েছি।আমার ছেলে বেলাকে ফিরিয়ে দিলেন। আমি হয়ত জীবনে আর এখানে কমেন্ট করব না। কিন্তু আমার কমেন্ট টি এখানে চিরকালের জন্য থেকে যাবে।

    ReplyDelete