বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

শঙ্করীপ্রসাদ বসু

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

শঙ্করীপ্রসাদ বসু
জন্ম - ২১শে অক্টোবর, ১৯২৮                                                                    মৃত্যু - ৬ই জুলাই, ২০১৪
হাওড়া, প.বঙ্গ, ভারত                                                                                                কলকাতা, ভারত

শঙ্করী প্রসাদ বসুর জন্ম ১৯২৮ সালের ২১শে অক্টোবর হাওড়া শহরে। হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশনে তিনি পড়াশোনা করেছেন।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এম.এ. পাশ করে শঙ্করীবাবু দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এবং ১৯৯৩ সালে বাংলা বিভাগের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে লেখক-চিন্তাবিদ হিসেবে নিজস্বতার ছাপ রেখে গিয়েছেন তিনি। রম্য ভঙ্গিতে রামকৃষ্ণ-বিবেকানন্দ চর্চা থেকে ক্রিকেট নিয়ে লেখালেখি শঙ্করীবাবু বিচিত্রচারী। ষাটের দশকে বাংলা খবরের কাগজে ক্রিকেটের টেস্ট ম্যাচ নিয়ে প্রতিবেদন লেখার অন্যতম পথিকৃৎ তিনি। ক্রিকেট নিয়ে তাঁর বইও আছে ‘লাল বল লারউড’, 'বল পড়ে ব্যাট নড়ে', 'ক্রিকেট সুন্দর ক্রিকেট', 'ইডেন শীতের দুপুর', 'রমনীয় ক্রিকেট' প্রভৃতি। আবার তিনিই সাত খণ্ডে ‘বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ’-এর মতো গবেষণালব্ধ বই লিখতে দীর্ঘ কাল কঠোর পরিশ্রম করেছেন।

৫০টির বেশি বই, অসংখ্য প্রবন্ধ লিখেছেন শঙ্করীবাবু। পেয়েছেন আনন্দ, সাহিত্য অকাদেমি-সহ অজস্র পুরস্কার। ‘বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ’ ছাড়াও তাঁর স্মরণীয় গ্রন্থের মধ্যে আছে ‘নিবেদিতা লোকমাতা’ (চার খণ্ড), ‘সমকালীন ভারতে সুভাষচন্দ্র’ (দুই খণ্ড), ‘রসসাগর বিদ্যাসাগর’, ‘সহাস্য বিবেকানন্দ’, 'বন্ধু বিবেকানন্দ', ‘চণ্ডীদাস ও বিদ্যাপতি’ ইত্যাদি।

বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ-র জন্য তিনি ১৯৭৮ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। এছাড়া ১৯৭৯ সালে আনন্দ পুরস্কার ১৯৮০ সালে শরত পুরষ্কার, ১৯৮৬ বিবেকানন্দ পুরষ্কার ১৯৯৬ সালে বিদ্যাসাগর পুরস্কার পান।

বিশিষ্ট লেখক ও রামকৃষ্ণ-বিবেকানন্দ গবেষক শঙ্করীপ্রসাদ বসু ৮৫ বছর বয়সে ৬ই জুলাই, ২০১৪ সালে প্রয়াত হয়েছেন। 

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

4 comments:

  1. আমি শঙ্করী প্রসাদ বসুর ক্রিকেট নিয়ে লেখা বইগুলো কিনতে চাই। কিভাবে ও কোথায় পাবো?

    ReplyDelete
  2. আমি"বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষে" এর ১ম ও ৫ম খন্ড পেয়েছি। বাকি খন্ডে র পিডিএফ ভার্সন পেতে চাই।

    ReplyDelete
  3. আমি বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ সব গুলি খণ্ডের পিডিএফ পেতে চাই । পেলে কুব উপকৃত হব ।

    ReplyDelete
  4. আমি বিবেকান্দ ও সমকালিন ভারতবর্ষ লেখক শংকরী প্রসাদ বাসু। ৭টা খন্ড কিনতে চাই । কলকাতা 147 এ ডেলিভারি করতে হবে। যদি সম্ভব হয় যোগাযোগ করুন ।

    ReplyDelete