বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

মানবেন্দ্র পাল

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

মানবেন্দ্র পাল
জন্ম - ১৯২৬                                                                                                                       মৃত্যু - ২০১১


একদা যুগান্তর ও অন্যান্য পত্রিকায় একের পর এক অবিস্মরণিয় গল্প লিখে পাঠকদের মুগ্ধ করেছিলেন। আসলে এমন কোনো পত্রিকা নেই বোধহয় যেখানে তিনি লেখেননি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যাও নিতান্ত কম নয়। কর্মজীবনে তিনি ছিলেন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের প্রকাশন শাখায় ডেপুটি ডিরেক্টর।

নবকল্লোল পত্রিকার নিয়মিত এক লেখক পাঁচিশ বছরের ওপর ছোটদের জনপ্রিয় পত্রিকা শুকতারায় তিনি নিয়মিত রোমহর্ষক ভৌতিক উপন্যাস ও গল্প লিখে এসেছেন। এগুলি ছোটদের কাছে এত আকর্ষণীয় হয়ে উঠেছিল যে আজ মানবেন্দ্ৰ পালকে চিনতে যদি সামান্য অসুবিধাও কারো হয়, গা-ছিমছম গল্প-উপন্যাসের লেখক মানবেন্দ্ৰ পালকে অনেকেই এক কথার চিনে নিতে পারবেন—ছোটরা তো বটেই, ছোট পাঠকের বাবা-মা-রাও, কারণ এ পত্রিকা ছোটদের কাছ থেকে কাড়াকাড়ি করে নিয়ে তারাও যে পড়তেন। তাঁর প্রত্যেকটি লেখারই বৈশিষ্ট্য এই যে একবার শুরু করলে তা শেষ না করে ছাড়া অসম্ভব।

গল্পগুলিকে এক কথায় ভৌতিক বা অতিপ্রাকৃত গল্প বলা গেলেও মানবেন্দ্ৰ পালের গল্প যাঁরা পড়েছেন তারা জানেন এইসব ভৌতিক গল্পেরও কত রকমফের আছে। সেখানে যেমন আছে অভিশপ্ত আত্মার গল্প, তেমনি আছে ভ্যামপায়ারের গল্প, আছে অ্যান্টিক বস্তুর সঙ্গে জড়িত পিশাচের গল্প। যে গল্পই হোক তাকে রুদ্ধশ্বাস সাসপেন্সের মোড়কে মুড়ে ফেলার ক্ষমতা তার ছিল। ফলে গল্পই হোক বা উপন্যাস, তাঁর এ জাতীয় কাহিনি একবার পড়তে শুরু করলে—পড়তে পড়তে যতই গা ছমছম করুক, যতই গায়ের লোম খাড়া হয়ে উঠুক, বুকের ধক ধিক শব্দ যতই বেড়ে যাক, সে গল্প শেষ না করে উঠবার সাধ্য নেই কারো। ভৌতিক গল্পের রোমাঞ্চকর পরিবেশে এইভাবে টেনে রাখবার ক্ষমতা ক'জন লেখকের আছে, জানি না।
১৩৯০ থেকে ১৪১৬ সন পর্যন্ত প্রচুর গল্প-উপন্যাস লিখেছেন মানবেন্দ্ৰ পাল। তাঁর বিখ্যাত রচনা গুলির মধ্যে রয়েছে ভৌতিক অমনিবাস, জীবন্ত কঙ্কাল, আতঙ্ক, অশরীরী আতঙ্ক, বাপ্পার এডভেঞ্চার, লোহিত সাগরের হাঙ্গর প্রভৃতি।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment: