বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
ডঃ গৌরী দে
১৯৩৯ সালের ২৬ জানুয়ারি, উত্তর কলকাতার অভিজাত মিত্র পরিবারে জন্ম। গৌরী দের বাবার নাম ঋষি রাম মিত্র ও মার নাম অনিমা মিত্র । তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পি.এইচ.ডি. করেছেন। ১৯৬৫ সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন। ১৯৭২ সালের আকাশবাণী বাংলা কথিকা বিভাগের শিল্পী নির্বাচিত ও ১৯৭৫ সাল থেকে ২০০৪ পর্যন্ত কলকাতা দূরদর্শনের ডি. ডি. সেভেন চ্যানেলের নির্বাচিত শিল্পী রূপে স্বীকৃত। তিনি তাঁর সাহিত্য জীবনে বসুমতী, সাপ্তাহিক বর্তমান, শুকতারা, নবকল্লোল সহ নানা পত্রিকায় লিখেছেন। তাঁর লিখিত বইয়ের সংখ্যা ২০টি। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো ডাক্তারের ডায়েরী, রোমাঞ্চকর ভূতের গল্প, গা ছমছমে ভূতের গল্প, রাত যখন বারোটা, ভূতেরা ভয়ঙ্কর, অমাবস্যার চাঁদ, বারো ভূতের গল্প, হাড় কাঁপানো ভূতের গল্প, ডাকাত কালীর জঙ্গলে, রঙ্গ ব্যঙ্গ সঙ্গীত, কমেডিয়ানদের কথা, অমনিবাস, ষষ্টীর দলের কান্ডকারখানা, ড্রাকুলা, ড্রাকুলা ও পিশাচের গল্প, এক ঝুড়ি ভূত, মহাভারতের প্রেমকথা।
মূলত শিশু-কিশোরদের জন্য গড়পাড় রোডের বাসিন্দা গৌরী দের লেখনি অনন্যসাধারন, মূলত ভূতের গল্প। বর্তমানে নানা সম্মানীয় পোস্ট তিনি আলোকিত করছেন ও সাহিত্য রত্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন।
১৯৮০ সালে শান্তিনিকেতন থেকে সঙ্গীতে গীতভারতী উপাধি প্রাপ্তি। চতুরঙ্গন সেমিনার ক্লাবের সভাপতি ও রামমোহন লাইব্রেরির (উত্তর কলিকাতা) প্রাক্তন সহসভাপতি।
No comments:
Post a Comment