বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Thursday, 19 May 2022

বিখ্যাত লেখিকা ডঃ গৌরী দের কাহিনী সম্ভার

 এই পোস্টে নিয়ে আসব বাংলা ভাষার অন্যতম সেরা শিশু সাহিত্যিক ডঃ গৌরী দে রচিত নানা কাহিনী সম্ভার



ডাউনলোড : গা ছমছমে ভূত

বিশেষ ধন্যবাদ অভিজিৎ ব্যানার্জীকে এই বইটি স্ক্যান করে পাঠাবার জন্য।



ডাউনলোড : হাড় কাপানো ভূত-প্রেতের গল্প


বিশেষ ধন্যবাদ মারাঠি গৃহবধু প্রিয়াংকা স্বপ্নিল গোসাভি কে বাংলা না জেনেও শুধু এই কাজকে ভালোবেসে এই বইটি স্ক্যান করে দেবার জন্য।


3 comments:

  1. নিজের যাচিয়ে দেখা ধারণা যে অশরীরীদের নিয়ে ভয় পাবার জনপ্রিয় অনুভূতিটি ঠিক নয় । আমি এই বইটি পড়বো সাহিত্যকর্ম হিসেবে ।

    ReplyDelete
  2. Thanks to everyone who did the work lovingly.

    ReplyDelete
  3. বইটির জন্যে অনেক অনেক ধন্যবাদ ।

    ReplyDelete