বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

অরুপ রতন ভট্টাচার্য

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

অরুপ রতন ভট্টাচার্য
জন্ম -  ১৯৪৮                                                                                                        মৃত্যু - ২রা মে, ২০১৩
                                                                                                                                       নিউ দিল্লী


আমাদের কাছে লেখক সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য নেই। যদি আপনারা কেউ কোনো তথ্য পান সূত্র সহ জানাবেন। আমরা কোনো আপডেট থাকলে এই পেজ এডিট করে দেব।

প্রাচীন ভারতে জোতির্বিজ্ঞান বই টির জন্য তিনি রবীন্দ্র পুরষ্কারে ভূষিত হন। তিনি ৫০টির ওপর বিজ্ঞান ভিত্তিক বই রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত 'আমরা কেন আমাদের মতো দেখতে?', আকাশ চেনো, কি খাব না খাব, বাঙ্গালির বিজ্ঞান ভাবনা ও সাধনা প্রভৃতি। বিজ্ঞান ভিত্তিক রচনার জন্য তিনি আরো নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন।


৭৫ বছর বয়সে কার্ডিয়াক এরেস্ট এর ফলে নিউ দিল্লীতে পরলোক গমন করেন।


কৃতজ্ঞতা - 

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।


অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ












































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment